সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৩০ আগস্ট রাজস্থান রয়্যালসের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। রাজস্থান ফ্রাঞ্চাইজির তরফে সোশাল মিডিয়ায় বিবৃতি জারি করে দ্রাবিড়ের অব্যাহতির কথা জানিয়ে দেওয়া হয়েছিল। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ব্যাটার এবি ডিভিলিয়ার্স অবশ্য মনে করেন, একপ্রকার তাড়িয়েই দেওয়া হয়েছে দ্রাবিড়কে। তাঁর মতে, এমন সিদ্ধান্ত হয়তো নিয়েছেন দলের মালিক।
রাজস্থানের তরফ থেকে সোশাল মিডিয়ায় লেখা হয়েছিল, ‘রাজস্থানের সফরের সঙ্গে রাহুল দীর্ঘদিন ধরেই যুক্ত। তাঁর নেতৃত্ব ও প্রভাব আমাদের বহু প্লেয়ারকে অনুপ্রাণিত করেছে। আমাদের ফ্র্যাঞ্চাইজিতে তিনি একটি দারুণ সংস্কৃতি তৈরি করেছেন। ফ্র্যাঞ্চাইজির পরিকল্পনা ও পর্যালোচনা অনুযায়ী আমরা তাঁকে আরও বড় পদের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তিনি সেটা গ্রহণ করেননি। আইপিএল ২০২৬-র আগে তাঁর সঙ্গে আমাদের অভিযান শেষ হল। রাজস্থান রয়্যালস, তাদের প্লেয়ার ও লক্ষ লক্ষ ভক্তরা রাহুলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চায়।’
এই পরিস্থিতিতে ডিভিলিয়ার্স বলছেন, “প্রিমিয়র লিগের মতো ফুটবল লিগে দেখুন। কোচ এবং ম্যানেজাররা সব সময় ভালো পারফর্ম করার জন্য মুখিয়ে থাকেন। ট্রফি ঘরে আনাকেই পাখির চোখ করেন তাঁরা। সেই লক্ষ্যে সফল না হলে মাঝেমাঝে মালিক পক্ষের কাছে গঞ্জনা সহ্য করতে হয় তাঁদের। কখনও হয়তো দল থেকেও ছেঁটে ফেলা হয়। এক্ষেত্রে আমরা আসল ঘটনাটি সম্পর্কে জানি না। তবে আমার মনে হয়, দ্রাবিড়ের অন্য ভূমিকা প্রত্যাখ্যান করার অর্থ হল, তাঁকে একপ্রকার বহিষ্কার করাই। যদি সেটা হয়, তাহলে ব্যাপারটা মোটেও ঠিক হয়নি।”
ডিভিলিয়ার্সের সংযোজন, “আসন্ন মরশুমের জন্য রাজস্থানের হয়তো ভিন্ন পরিকল্পনা রয়েছে। হয়তো তারা পরিস্থিতি কিছুটা পরিবর্তন করে এগিয়ে যেতে চায়।” যদিও দ্রাবিড় এখনও পদত্যাগের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। জল্পনা রয়েছে, রিয়ান পরাগকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে দ্রাবিড় নাকি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মতানৈক্য তৈরি হয়েছিল। সেই কারণেই রাজস্থানের কোচের পদ থেকে সরে এসেছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.