সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসঙ্গে দীর্ঘদিন টেস্ট খেলেছেন। বহু ম্যাচ ভারতকে জিতিয়েছেন। কিন্তু কেরিয়ারের প্রায় শেষ প্রান্তে এসে শচীন তেণ্ডুলকরের ‘ভুল’ সিদ্ধান্তের জন্য ভুগতে হয়েছে রাহুল দ্রাবিড়কে। সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনের পডকাস্টে এসে শচীনের সেই ‘ভুলের’ কথা জানালেন দ্রাবিড়।
ঘটনাটা ঘটে ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সেই সফরে ভারত ৪-০ ব্যবধানে হারে। তবে তার মধ্যেও দারুণ পারফর্ম করেছিলেন দ্রাবিড়। ৮ ইনিংসে তিনি করেন ৪৬১ রান। যা ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ। সেই রানটা সম্ভবত আরও বাড়তে পারত। সেটা যে হয়নি তাঁর জন্য কি দায়ী শচীন?
অশ্বিনের পডকাস্ট ‘কুট্টি স্টোরিজ’-এ দ্রাবিড় বলেন, “সেবার ডিআরএস না নিয়ে আমি খুব ভুল করেছিলাম। সেটা এজবাস্টন টেস্টের কথা। আমি জিমি অ্যান্ডারসনকে একটা শট মারতে গিয়ে মিস করি। আমার কানে ‘টুক’ করে একটা শব্দ আসে। কিন্তু ব্যাটে কিছু টের পাইনি।”
যদিও আম্পায়ার সাইমন টফেল দ্রাবিড়কে আউট দিয়ে দেন। টফেল পাঁচবার আইসিসি’র বর্ষসেরা আম্পায়ার হয়েছিলেন। দ্রাবিড় তখন ১৮ রানে ব্যাট করছিলেন। দ্রাবিড় বলছেন, “টফেল যথেষ্ট ভালো আম্পায়ার। যখন উনি কোনও সিদ্ধান্ত নেন, তখন চ্যালেঞ্জ করাও কঠিন হয়ে যায়। তাই আমি উলটো দিকে শচীনের কাছে পরামর্শ নিতে যাই।”
তারপর? দ্রাবিড় বলছেন, “শচীন আমাকে বলে, ‘রাহুল, ব্যাট থেকে কিন্তু যথেষ্ট জোরে আওয়াজ পাওয়া গিয়েছে। আমার মনে হয়, বল ব্যাটে লেগেছে।’ আমিও ভাবলাম, তাই হবে হয়তো। আমিই ভুল করেছি।” কিন্তু ড্রেসিংরুমে এসে রিপ্লে দেখে ভুল ভাঙে তাঁর। অবশেষে ১১ বছর সেই ঘটনা ভাগ করে নিলেন দ্রাবিড়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.