ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন বিনু মানকড় ট্রফিতে কর্নাটককে নেতৃত্ব দেবে কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের পুত্র অনভয় দ্রাবিড়। আগামী ৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। যা চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। প্রসঙ্গত বলে রাখা যাক, গত বার এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিল সে।
রাহুলের ছোট ছেলে অনভয় বাবার মতোই ব্যাটার। পাশাপাশি উইকেটকিপিংও করে। অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্টে কর্নাটকের অধিনায়ক সে। অনূর্ধ্ব ১৬ পর্যায়ে ৮ ইনিংসে সে ৪৫৯ করেছিল। উল্লেখ্য, রাহুলের বড় ছেলে সমিতও ক্রিকেটার। তবে তিনি মূলত ব্যাটিং অলরাউন্ডার। রাহুলপুত্র সমিত ভারতের অনূর্ধ্ব-১৯ দলে ছিলেন। তবে চোটের জন্য অভিষেক হয়নি।
এদিকে, কর্নাটকের জার্সিতে পুনরায় রনজি ট্রফি খেলতে নামছেন করুণ নায়ার। দু’বছর বিদর্ভের হয়ে খেলে আসার পর আবার নিজের রাজ্য দলে যোগ দিয়েছেন করুণ। ১৫ অক্টোবর রাজকোটে কর্নাটকের হয়ে তিনি নামছেন সৌরাষ্ট্রের বিরুদ্ধে। বিদর্ভ থেকে কর্নাটকে ফেরার পর এই ম্যাচে যে করুণের উপর বাড়তি ফোকাস থাকবে, সেটা বলাই যায়।
সাত বছর দীর্ঘ অপেক্ষার পর ভারতীয় টেস্ট দলে প্রত্যাবর্তন ঘটেছিল করুণ নায়ারের। ইংল্যান্ডে চার টেস্টে সুযোগ পেলেও বলার মতো কিছু করতে পারেননি। সেই কারণেই নির্বাচকরা তাঁকে ‘তৃতীয়’ সুযোগ দেননি। বাদ পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে। তারপর করুণের ক্ষোভ ছিল, “আশা করেছিলাম সুযোগ পাব। এ ব্যাপারে কী বলব জানি না। ভাষা নেই! এটা নিয়ে বেশি কিছু বলতেও চাই না। কারণ এই মুহূর্তে এটা নিয়ে কিছু বলা আমার পক্ষে কঠিন।” করুণের আরেকটি কামব্যাকের লড়াই কি নিজের রাজ্য থেকে শুরু হবে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.