Advertisement
Advertisement
Rajasthan Royals

প্রত্যাশা পূরণে ব্যর্থ! দ্রাবিড়ের পর আরও দুই কোচকে ছাঁটাই রাজস্থান রয়্যালসের

কাদের ছাঁটাই করেছে রাজস্থান কর্তৃপক্ষ?

Rajasthan Royals sacks two more coaches after Dravid, fails to meet expectations

ছবি পিটিআই

Published by: Prasenjit Dutta
  • Posted:October 3, 2025 9:21 pm
  • Updated:October 3, 2025 9:21 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মরশুমে আইপিএল শুরুর আগে একের পর এক কঠিন সিদ্ধান্ত নিচ্ছে রাজস্থান রয়্যালস। রাহুল দ্রাবিড় আগেই সরে গিয়েছেন রাজস্থানের হেডকোচের পদ থেকে। সঞ্জু স্যামসনকেও ছেড়ে দেওয়ার পথে তারা। এবার জানা গেল, দলের আরও দুই কোচকে ছাঁটাই করেছে রাজস্থান।

Advertisement

এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে এবং ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিক রাজস্থানের কোচিং দলের অংশ নন আর। ২০১০ সাল থেকে রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত ইয়াগনিক সম্প্রতি একটি পোস্টে মাধ্যমে পদত্যাগের ইঙ্গিত দিয়েছিলেন। বাস্তবেও দেখা গেল, তাঁকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল। 

গত মরশুমে রাহুল দ্রাবিড়ের সঙ্গে সাইরাজ বাহুতুলেকেও সই করায় রাজস্থান। ২০২৪ সালে ভারতীয় দলে সহকারী কোচের দায়িত্ব সামলানোর পর রাজস্থানে যোগ দিয়েছিলেন মুম্বইয়ের এই প্রাক্তন ক্রিকেটার। ২০১৮ সালেও তিনি রাজস্থানে সহকারী কোচ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তবে, সেই অভিজ্ঞতা ভালো ছিল না। আর রাজস্থানে দ্বিতীয় ইনিংসেও ভাগ্য বদল করতে পারলেন না তিনি।

ওয়াকিবহাল মহলের ধারণা, প্রত্যাশামতো কাজ করতে পারেননি তাঁরা। সেই কারণে তাঁদের বাদ দেওয়ার পথে হেঁটেছে রাজস্থান। জানা গিয়েছে, জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার ট্রেভর পেনি যোগ দিতে পারেন রাজস্থানের কোচিং গ্রুপে। তবে এত ছাঁটাইয়ের মধ্যে চাকরিতে বহাল রয়েছেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবং বোলিং কোচ শেন বন্ডের। অন্যদিকে, শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ডিরেক্টর অফ ক্রিকেট থেকে রাজস্থানের হেডকোচ হিসাবে ফিরতে পারেন বলেই মনে করা হচ্ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ