Advertisement
Advertisement
Vaibhav Suryavanshi

সত্যিই কি ১৪ বছর বয়স বৈভবের? সন্দেহ রাজস্থান রয়্যালসের সতীর্থের মনেই!

আইপিএলের সময় শুরু হয়েছিল বৈভবের বয়স নিয়ে বিতর্ক।

Rajasthan Royals star Nitish Rana joked about Vaibhav Suryavanshi's age
Published by: Arpan Das
  • Posted:September 3, 2025 2:51 pm
  • Updated:September 3, 2025 2:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে আকাশছোঁয়া খ্যাতি, অন্যদিকে বয়স নিয়ে বিতর্ক। আইপিএলের সময় দুটোরই মুখোমুখি হতে হয়েছে বৈভব সূর্যবংশীকে। সত্যিই কি বৈভবের বয়স ১৪ বছর? নাকি আরও বেশি। ব্যাট হাতে তার ঝড়েও সেই বিতর্ক বন্ধ হয়নি। এবার মজার ছলে হলেও সেই বিতর্ক ফের উসকে উঠল নীতীশ রানার কথায়।

Advertisement

আইপিএলে রাজস্থান রয়্যালসে একসঙ্গে খেলেন নীতীশ ও বৈভব। দুজনের সম্পর্ক খুবই ভালো। আইপিএলের সময় দুজনের খুনসুটির ভিডিও ভাইরাল হয়েছিল। সম্প্রতি দিল্লির টি-টোয়েন্টি লিগে চ্যাম্পিয়ন হয়েছে নীতীশ রানার দল। তারপর তাঁকে কয়েকজন ক্রিকেটার সম্পর্কে প্রশ্ন করা হয়। যাঁরা প্রত্যেকেই নীতীশের রাজস্থানের সতীর্থ।

যেখানে নীতীশের কাছে জানতে চাওয়া হয় বৈভব সম্পর্কে এমন কিছু বলতে, যা কেউ জানে না। নীতীশের উত্তর, “সত্যিই কি ওর বয়স ১৪ বছর, নাকি নয়?” পরে অবশ্য বলেন “মজা করছি।” আসলে বৈভবের বয়স সম্পর্কে বহু বিতর্ক চালু রয়েছে। সেই নিয়ে মজা করার সুযোগ ছাড়লেন না নীতীশও। এছাড়া সঞ্জু স্যামসন, জোফ্রা আর্চার, রিয়ান পরাগ সম্পর্কেও মন্তব্য করেন তিনি। 

উল্লেখ্য, মাত্র ১৪ বছর ৩২ দিন বয়সে কনিষ্ঠতম হিসাবে টি-২০ ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়েছিল বৈভব। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরানও তার নামের পাশে। মহানিলামে ১ কোটি ১০ লক্ষ টাকায় বৈভবকে কিনে নিয়েছিল রাজস্থান রয়্যালস। কিন্তু অনেকেই অভিযোগ তুলেছিলেন, বৈভবের বয়স মোটেই ১৪ নয়। পুরনো ভিডিও তুলে অনেকে সেটা প্রমাণ করার চেষ্টাও করেছেন। নীতীশের মন্তব্যের পর সেই বিতর্ক কি আবার মাথাচাড়া দেবে?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement