Advertisement
Advertisement
Duleep Trophy

সেঞ্চুরিতে সামনে থেকে নেতৃত্ব, আরসিবি’কে আইপিএল জেতানোর পর দলীপ জয়ের মুখে পাতিদার

দলীপ ট্রফি ফাইনালে বিরাট লিড মধ্যাঞ্চলের।

Rajat Patidar shine in Duleep Trophy final and help Central Zone take massive lead
Published by: Arpan Das
  • Posted:September 12, 2025 8:12 pm
  • Updated:September 12, 2025 8:12 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে আগুনে ফর্মে ছিলেন রজত পাতিদার। তাঁর নেতৃত্বে প্রথমবার আইপিএল ট্রফি ঢুকেছে আরসিবি’র ঘরে। আর সব ঠিক থাকলে তাঁর হাত ধরে ১০ বছর পর দলীপ ট্রফি জিততে চলেছে মধ্যাঞ্চল। দাপুটে সেঞ্চুরি করে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন রজত। দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে ২৩৫ রানের লিড মধ্যাঞ্চলের।

Advertisement

বেঙ্গালুরুর বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে প্রথমে ব্যাট করে ১৪৯ রানে গুঁটিয়ে যায় দক্ষিণাঞ্চল। এমনিতেই তাদের দলে কেএল রাহুল, মহম্মদ সিরাজদের নেই। রিকি ভুঁই, সলমন নিজাররা একেবারেই সাফল্য পাননি মধ্যাঞ্চলের বোলিংয়ের কাছে। কুমার কার্তিকেয় ৪ উইকেট ও সরংশ জৈন ৫ উইকেট তোলেন।

জবাবে দানিশ মালেওয়ার ও অক্ষয় ওয়াদকারের জুটিতে ভালো জায়গায় পৌঁছে যায় মধ্যাঞ্চল। তারপর শুরু হয় পাতিদারের দাপট। ১১৫ বলে ১০১ রান করে আউট হন তিনি। মারেন ১২টা চার ও ২টি ছয়। তিনি যখন আউট হন, তখন মধ্যাঞ্চলের লিড ১১১ রান ছিল। সেটাকে আরও এগিয়ে নিয়ে যান যশ রাঠোর। ১৩৭ রান করে তিনি অপরাজিত রয়েছেন। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে মধ্যাঞ্চলের রান ৩৮৪। লিড ২৩৫ রানের।

শেষবার মধ্যাঞ্চল দলীপ ট্রফি জিতেছিল ২০১৪-১৫ সালে। সেবারও প্রতিপক্ষ ছিল দক্ষিণাঞ্চল। তারপর থেকে অবশ্য লাল দল, নীল দল এভাবে ভাগ করা হয়েছিল। মাঝে দু’বার অঞ্চলভিত্তিক ফরম্যাটে ফিরলেও ট্রফি জিততে পারেনি। এবার পাতিদারের নেতৃত্বে ১০ বছর পর দলীপ জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে মধ্যাঞ্চল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ