Advertisement
Advertisement
Duleep Trophy

৪ মাসে ঝুলিতে ২ ট্রফি, আরসিবি’কে আইপিএল জেতানোর পর দলীপ জয় ক্যাপ্টেন পাতিদারের

ফাইনালে সেঞ্চুরিও করেন মধ্যাঞ্চলের অধিনায়ক পাতিদার।

Rajat Patidar's Central Zone beat South in final to win Duleep Trophy
Published by: Arpan Das
  • Posted:September 15, 2025 2:07 pm
  • Updated:September 15, 2025 2:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের জুন মাসে আরসিবি’কে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। এবার ১০ বছর পর মধ্যাঞ্চলকে দলীপ ট্রফি এনে দিলেন রজত পাতিদার। ফাইনালে দক্ষিণাঞ্চলকে ৬ উইকেট হারাল মধ্যাঞ্চল। ম্যাচের সেরা মধ্যাঞ্চলের যশ রাঠোর। আর টুর্নামেন্টের সেরা প্লেয়ার হয়েছেন মধ্যাঞ্চলেরই সারাংশ জৈন।

Advertisement

বেঙ্গালুরুর বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে প্রথমে ব্যাট করে ১৪৯ রানে গুটিয়ে যায় দক্ষিণাঞ্চল। রিকি ভুঁই, সলমন নিজাররা একেবারেই সাফল্য পাননি মধ্যাঞ্চলের বোলিংয়ের কাছে। কুমার কার্তিকেয় ৪ উইকেট ও সরংশ জৈন ৫ উইকেট তোলেন। জবাবে দানিশ মালেওয়ার ও অক্ষয় ওয়াদকারের জুটিতে ভালো জায়গায় পৌঁছে যায় মধ্যাঞ্চল। তারপর শুরু হয় পাতিদারের দাপট। ১১৫ বলে ১০১ রান করে আউট হন তিনি। সেটাকে আরও এগিয়ে নিয়ে যান যশ রাঠোর। তিনি করেন ১৯৪ রান। মধ্যাঞ্চল থামে ৫১১ রানে।

মাথায় বিরাট রানের বোঝা নিয়েও যথেষ্ট লড়াই করেছিল দক্ষিণাঞ্চল। শেষের দিকে আন্দ্রে সিদ্ধার্থ (৮৪) ও অঙ্কিত শর্মার (৯৯) জুটিতে ৪০০ রানের গণ্ডি পেরিয়ে যায় তারা। এই ইনিংসেও সাফল্য পান কুমার কার্তিকেয় (৪ উইকেট) ও সারাংশ জৈন (৩ উইকেট)। দক্ষিণাঞ্চলের ইনিংস থামে ৪২৬ রানে। দলীপ জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে পাতিদারের দলের প্রয়োজন ছিল ৬৫ রান। সেটা মাত্র ৪ উইকেট হারিয়েই তুলে নেয় মধ্যাঞ্চল।

দলীপ জয়ের পর পাতিদার বলেন, “সব অধিনায়কই ট্রফি জিততে চায়। কিন্তু আমাদের দলের প্লেয়ার গোটা টুর্নামেন্ট জুড়ে ভালো খেলেছে। আমি খুবই খুশি।” শেষবার মধ্যাঞ্চল দলীপ ট্রফি জিতেছিল ২০১৪-১৫ সালে। সেবারও প্রতিপক্ষ ছিল দক্ষিণাঞ্চল। তারপর থেকে অবশ্য লাল দল, নীল দল এভাবে ভাগ করা হয়েছিল। মাঝে দু’বার অঞ্চলভিত্তিক ফরম্যাটে ফিরলেও ট্রফি জিততে পারেনি। এবার পাতিদারের নেতৃত্বে ১০ বছর পর দলীপ জিতল মধ্যাঞ্চল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement