Advertisement
Advertisement
Ranji Trophy

দুরন্ত বোলিংয়ের পর বিধ্বংসী সেঞ্চুরি, সুরজের ভরসায় রনজিতে পাঞ্জাবকে হারানোর পথে বাংলা

বিদায়ী ম্যাচ খেলতে নেমে রান পেলেন না ঋদ্ধিমান সাহা।

Ranji Trophy: Bengal Cricket Team is in better position against Punjab

সেঞ্চুরির পর সুরাজ সিন্ধু জয়সওয়াল।

Published by: Arpan Das
  • Posted:January 31, 2025 5:36 pm
  • Updated:January 31, 2025 5:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রনজি ট্রফিতে ব্যাটে-বলে দুরন্ত বাংলা। ক্রমে জয়ের গন্ধও পাচ্ছেন অনুষ্টুপ মজুমদাররা। পাঞ্জাবের বিরুদ্ধে বড় রানের লিড পাওয়ার পর দিনের শেষে আঘাত করলেন বোলাররা। প্রথম ইনিংসে ৪ উইকেট তুলে নেওয়ার পর সেঞ্চুরি করলেন সুরজ সিন্ধু জয়সওয়াল। যদিও বিদায়ী ম্যাচ খেলতে নেমে রান পেলেন না ঋদ্ধিমান সাহা।

Advertisement

ইডেনে পাঞ্জাবের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৯১ রানে। সুরাজ সিন্ধ ও সুমিত মোহন্ত ৪টি করে উইকেট তোলেন। জবাবে প্রথম দিনের শেষে খুব একটা ভালো জায়গায় ছিল না বাংলার ব্যাটিং। অঙ্কিত চট্টোপাধ্যায়, সুদীপ চট্টোপাধ্যায় ও সুদীপ কুমার ঘরামি দ্রুত ফিরে যান। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার করেন ৩২ রান। তবে দ্বিতীয় দিনে অনবদ্য ইনিংস খেলেন সুরজ সিন্ধু।

১৮৫ বলে ১১১ রান করেন তিনি। মারেন ১৪টি চার ও ৪টি ছয়। সুমন্ত গুপ্ত করেন ৫৫ রান। অন্যদিকে ৭ নম্বরে নামা অভিষেক পোড়েল ঝোড়ো হাফসেঞ্চুরি করে আউট হয়ে যান। তার পরে মাঠে নামেন ঋদ্ধি। তিনি নামতেই পাঞ্জাবের প্রত্যেক ক্রিকেটার একজোট হয়ে গার্ড অফ অনার দেন। কিন্তু শেষ ম্যাচে ঋদ্ধিকে তাড়া করল ব্যর্থতা। গুর্নুর ব্রারের বলে শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হল তাঁকে।

শেষ পর্যন্ত বাংলার ইনিংস থামে ৩৪৩ রানে। অনুষ্টুপদের কাছে ১৫২ রানের বিরাট লিড ছিল। বল হাতেও হতাশ করেননি সুমিতরা। তিনি একটি উইকেট তোলেন। পাঞ্জাবের আরও একটি উইকেট শিকার করেন মহম্মদ কাইফ। দ্বিতীয় দিনের শেষে পাঞ্জাবের রান ৩ উইকেট হারিয়ে ৬৪। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর এই ইনিংসে অনমোলপ্রীত সিং অপরাজিত আছেন ২৮ রানে। তবে পাঞ্জাব এখনও পিছিয়ে ৮৮ রানে। রনজির নকআউটে যাওয়া একপ্রকার অসম্ভব হলেও ইডেনে অন্তত জয় দিয়ে শেষ করতে পারবে বাংলা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement