ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ১৫ অক্টোবর থেকে রনজি অভিযান শুরু করতে চলেছে বাংলা। কিন্তু বাংলা এখনও পর্যন্ত জানে না প্রথম ম্যাচে মহম্মদ শামিকে পাওয়া যাবে কি না। গতবার বাংলার হয়ে বেশ কয়েকটা ম্যাচে খেলেছিলেন শামি। এবারও তিনি ঘরোয়া ক্রিকেটে খেলবেন। শামিকে রেখেই টিম করা হয়েছে। কিন্তু উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁকে পাওয়া যাবে কি না, নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
অক্টোবরের মাঝামাঝি অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। সেখানে তিনটে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম। সাম্প্রতিক সময়ে ভারতীয় দলে নেই শামি। ইংল্যান্ড সফরে যাননি। এশিয়া কাপের দলে ছিলেন না। অস্ট্রেলিয়ায় তাঁকে ফেরানো হয় কি না, সেটাই দেখার। তাই বাংলাও বুঝতে পারছে না, প্রথম ম্যাচে শামি থাকবেন কি না।
উত্তরাখণ্ডের বিরুদ্ধে বাংলা প্রথম ম্যাচ ইডেন খেলবে। এবার অবশ্য রনজির জন্য প্রস্তুতি বেশ ভালো হয়েছে বাংলার। দু’টো আলাদা আলাদা টিম দু’টো টুর্নামেন্টে খেলেছে। যার ফলে সব ক্রিকেটারকে দেখে নেওয়া গিয়েছে। কিছুদিন আগে কল্যাণীতে আবার ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলেছে টিম।
পুজোর জন্য এখন চার দিন ছুটি দেওয়া হয়েছে ক্রিকেটারদের। শুক্রবার থেকে ফের প্রস্তুতি শুরু করে দিচ্ছে বাংলা টিম। প্রথম ম্যাচের আগে ওড়িশার বিরুদ্ধে আরও একটা প্রস্তুতি ম্যাচ পেয়ে যাবেন অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদাররা। যা খবর, তাতে ৭ অক্টোবর থেকে যাদবপুর ক্যাম্পাসের মাঠেই ওড়িশার বিরুদ্ধে তিন দিনের একটা প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করেছে বঙ্গ টিম ম্যানেজমেন্ট। ওই ম্যাচ খেলেই রনজির চূড়ান্ত প্রস্তুতি সারবেন বঙ্গ ক্রিকেটাররা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.