Advertisement
Advertisement
Ranji Trophy

বাংলা নেই, তবু রনজির কোয়ার্টার ফাইনালের ম্যাচ ইডেনে, কারা খেলবে?

গ্রুপ পর্বে তৃতীয় স্থানে শেষ করায় রনজি ট্রফির কোয়ার্টার ফাইনাল খেলা হচ্ছে না বাংলার।

Ranji Trophy: Mumbai vs Haryana match shifted to Eden Garden

ইডেন গার্ডেন্স। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:February 5, 2025 9:34 am
  • Updated:February 5, 2025 9:34 am   

স্টাফ রিপোর্টার: রনজির নক আউট পর্যায়ে নেই বাংলার ক্রিকেট দল। তবে ইডেনে হবে রনজির ম্যাচ। শেষ আটে মুম্বই বনাম হরিয়ানার ম্যাচটি রোহতকের বদলে হবে কলকাতায়। বোর্ডের তরফ থেকে সেটা জানিয়েও দেওয়া হয়েছে।

Advertisement

এই ম্যাচে নামার সম্ভাবনা সূর্যকুমার যাদব, শিবম দুবের মতো তারকা ক্রিকেটারদের। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতেছেন। তবে ওয়ানডে টিমে সূর্যকুমার যাদব কিংবা শিবম দুবে নেই। অস্ট্রেলিয়া সফরে বিপর্যয়ের পর বোর্ড ফতোয়া জারি করে দিয়েছে। জাতীয় দলের খেলা না থাকলে সবাইকে ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে। শেষ আটে হরিয়ানার মুখোমুখি হবে মুম্বই। হরিয়ানার রোহতকে ওই ম্যাচ হওয়ার কথা থাকলেও সেখানে তা হচ্ছে না। ওই ম্যাচ সরে ইডেনে চলে এসেছে।

ফলে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ইডেন দেখবে সূর্য-শিবম-অজিঙ্ক রাহানেদের হরিয়ানার বিরুদ্ধে লড়তে। এলিট গ্রুপে ৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছিল মুম্বই। ভারত অধিনায়ক রোহিত শর্মা একটি ম্যাচ খেললেও তাতে হার স্বীকার করতে হয়। অন্যদিকে এলিট সি গ্রুপে সম সংখ্যক পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল হরিয়ানা।

বাংলাও এই গ্রুপেই ছিল। তবে ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে অনুষ্টুপ মজুমদাররা শেষ করেন তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে ছিল কেরল। ফলে শেষ আটে খেলার স্বপ্ন অধরা থেকে গিয়েছে বাংলার। তবে মুম্বই বনাম হরিয়ানা ম্যাচটি ইডেনে চলে আসায় একেবারে খালি হাত হবেন না বাংলার ক্রিকেটপ্রেমী জনতা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ