Advertisement
Advertisement
Ranji Trophy

জাদেজা জাদুতে দুদিনেই হার ঋষভের দিল্লির, ব্যাটিং ব্যর্থতায় রনজিতে প্রবল চাপে বাংলাও

রনজিতে তারকাদের ব্যর্থতাদের মধ্যেও ব্যাটে-বলে উজ্জ্বল রবীন্দ্র জাদেজা।

Ranji Trophy: Rishabh Pant's Delhi losses against Ravindra Jadeja's Saurashtra while Bengal is in pressure vs Haryana
Published by: Arpan Das
  • Posted:January 24, 2025 6:13 pm
  • Updated:January 24, 2025 6:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রনজি ট্রফিতে দ্বিতীয় দিনেই হার মানতে হল ঋষভ পন্থের দিল্লিকে। নেপথ্যে বল হাতে রবীন্দ্র জাদেজার ম্যাজিক। অন্যদিকে হরিয়ানার বিরুদ্ধে প্রবল চাপে বাংলা। ব্যাটিং ব্যর্থতার পর বোলিংয়েও আশার আলো দেখাতে পারলেন না মুকেশ কুমাররা। দ্বিতীয় দিনের শেষে অনুষ্টুপ মজুমদাররা পিছিয়ে আছেন ১৯০ রানে।

Advertisement

ঘরোয়া টুর্নামেন্টে কেন তারকা ক্রিকেটাররা খেলেন না? এই নিয়ে উত্তাল ভারতীয় ক্রিকেট। অবশেষে রোহিত-পন্থরা রনজিতে নামলেও চূড়ান্ত ব্যর্থ হলেন। আবার ১২ উইকেট নিয়ে সৌরাষ্ট্রের হয়ে জাদু দেখালেন জাদেজা। প্রথমে ব্যাট করে দিল্লি ১৮৮ রান তোলে। ঋষভ পন্থ মাত্র ১ রান করেন। জাদেজা তোলেন ৫ উইকেট। জবাবে ২৭১ রান করে সৌরাষ্ট্র। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতার শিকার হল দিল্লি। জাদেজার বলে মাত্র ১৭ রান করে আউট হন পন্থ। এই ইনিংসে জাড্ডু তোলেন ৭ উইকেট। দিল্লির ইনিংসও শেষ হয়ে যায় ৯৪ রানে। কোনও উইকেট না হারিয়ে ১৫ রান করে ম্যাচ জিতে নেয় সৌরাষ্ট্র।

অন্যদিকে কল্যাণী স্টেডিয়ামে ক্রমশ চাপ বাড়ছে বাংলার উপর। প্রথম ইনিংসে সুরজ সিন্ধু জয়সওয়ালের বোলিংয়ে মাত্র ১৫৭ রানে গুঁটিয়ে যায় হরিয়ানার ইনিংস। কিন্তু ব্যাটাররা ভরসা দিতে পারলেন না। নিয়মিত ব্যবধানে উইকেট হারায় বাংলা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ভেঙে অভিষেক হওয়া ১৫ বছরের অঙ্কিত চ্যাটার্জি করেন ২৯ রান। অভিষেক পোড়েল ৩১ রান করে লড়াই করেন। কিন্তু মাত্র ১২৫ রান সব উইকেট হারায় বাংলা। হরিয়ানার অনুজ হীরা ঠাকরাল ৬ উইকেট তোলেন।

দ্বিতীয় ইনিংসে ৩২ রানের লিড নিয়ে ব্যাট করতে নামে হরিয়ানা। কিন্তু এবার পালটা আঘাত করতে পারলেন না বোলাররা। মুকেশ কুমারদের আক্রমণ সহজেই সামলে নিলেন হিমাংশু রানারা। দ্বিতীয় দিনের শেষে হরিয়ানার রান ২ উইকেট হারিয়ে ১৫৮। এগিয়ে আছে ১৯০ রানে। ফলে ম্যাচ ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে বাংলার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ