সেঞ্চুরির পর করুণ নায়ার। ছবি: পিটিআই
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রনজি ট্রফিতে ইতিহাস গড়া হল না কেরলের। করুণ নায়ার ও দানিশ মালেওয়ারের চওড়া ব্যাটে রনজি চ্যাম্পিয়ন হল বিদর্ভ। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ভারতসেরা হল তারা। এই নিয়ে গত সাত বছরে তিনবার রনজি চ্যাম্পিয়ন হল বিদর্ভ।
নাগপুরে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় কেরল। কিন্তু সেই সিদ্ধান্তের সুফল তুলতে পারেননি জলজ সাক্সেনারা। শুরুর দিকে অবশ্য আঘাত করেছিল কেরলের বোলিং। ২৪ রানের মধ্যে বিদর্ভ ৩ উইকেট হারায়। সেখান থেকে পালটা আঘাত ফিরিয়ে দেন দানিশ মালেওয়ার (১৫৩) ও করুণ নায়ার (৮৬)। বিদর্ভ চতুর্থ উইকেট হারায় ২৩৯ রানে। তারপরও দাপট বজায় ছিল দানিশের। শেষের দিকে বিদর্ভের হয়ে ঝোড়ো ইনিংস খেলেন নচিকেতা ভুটে। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে বিদর্ভ করে ৩৭৯ রান।
জবাবে কেরলের শুরুও ভালো হয়নি। ১৪ রানের মধ্যে ২ উইকেট হারায় তারাও। কিন্তু আদিত্য সারওয়াটে ও শচীন বেবি লড়াই চালিয়ে যান। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন কেরল অধিনায়ক শচীন। অন্যদিকে মহম্মদ আজহারউদ্দিন করেন ৩৪ রান ও জলজ সাক্সেনা ২৮ রান। অবশেষে কেরল গুটিয়ে যায় ৩৪২ রানে। বিদর্ভের হয়ে ৩টি করে উইকেট তোলেন দর্শন নালকান্ডে, হর্ষ দুবে ও পার্থ রেখাডে।
প্রথম ইনিংসে ৩৭ রানে পিছিয়ে থাকায় এমনিতেই কেরলের কাজটা কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে বিদর্ভকে দ্রুত অলআউট করে রান তাড়া করতে হত। বোলিংয়ের শুরুটা খারাপ করেনি কেরল। ৭ রানে ২ উইকেট হারায় বিদর্ভ। আর এবারও পালটা লড়াই ফিরিয়ে দেন দানিশ ও করুণ। এই ইনিংসে অবশ্য সেঞ্চুরির ভাগ্য ওলটপালট হল দুই তারকার। নায়ার করেন ১৩৫ রান। অন্যদিকে দানিশ ফিরে যান ৭৩ রানে। শেষের দিকে দর্শনও হাফসেঞ্চুরি করেন। আদিত্য সারওয়াটে ৪ উইকেট তুলেও শেষরক্ষা করতে পারেনি। চতুর্থ দিন শেষ হওয়ার আগেই বিদর্ভের রান দাঁড়ায় ৯ উইকেটে ৩৭৫। ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন হল বিদর্ভ। ম্যাচের সেরা হলেন দানিশ। প্রথমবার ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারল না কেরল। টুর্নামেন্টের সেরা হলেন বিদর্ভেরই হর্ষ দুবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.