সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে মাত্র ৮ রানে বাংলাদেশের কাছে হেরে গিয়েছে আফগানিস্তান। আর ম্যাচ হেরে আফগান অধিনায়ক রশিদ খানকে দেখা গেল রীতিমতো তিতিবিরক্ত হয়ে পাকিস্তানি আম্পায়ারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে। আচমকা কেন এমন আচরণ আফগান অধিনায়কের? এবার কি তাঁর উপর শাস্তির খাঁড়া নেমে আসতে চলেছে?
ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ম্যাচের পর আফগানিস্তান ক্রিকেটাররা মাঠ ছেড়ে চলে যাচ্ছেন। কিন্তু হঠাৎই তিনি ঘুরে যান। এরপর খানিকটা পিছু হেঁটে পাকিস্তানি আম্পায়ার ফয়সল আফ্রিদিকে উত্তপ্তভাবে কিছু একটা বলেন। এমনকী রশিদকে তর্কও পর্যন্ত করতে দেখা যায়।
তবে, এই বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য নেই। নেটিজেনদের দাবি, ৪৭ বছর বয়সি আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েছেন রশিদ। অনেকে আবার বলছেন, হয়তো পাকিস্তানি আম্পায়ারের কোনও সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ থাকতে পারে। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ১৫৪ রান করে বাংলাদেশ। জবাবে ১৪৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
ম্যাচের পর রশিদ খান বলেন, “আমরা শেষ পর্যন্ত খেলায় ছিলাম। আমি আউট না হওয়া পর্যন্ত আমরা জেতার মতো জায়গায় ছিলাম। তবে ফিনিশ করতে পারিনি। এখন ১৫ বলে ৩০ রান করা সম্ভব। কিন্তু অযথা চাপে পড়ে যাই আমরা। শটগুলোও ভালোমতো খেলতে পারিনি।” কিন্তু আপাতত সেই সব ভুলে চর্চায় পাক আম্পায়ারের সঙ্গে রশিদ খানের ঝামেলা। এর জন্য কি শাস্তির কবলে পড়তে পারেন আফগান অধিনায়ক। তা অবশ্য জানা যায়নি।
Rashid khan Angry on umpire after defeat against Bangladesh, ‘’Haar man’na seekho pehly phir khelna Cricket.’’
— Moazam Chaudhary (@Moazamch98)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.