Advertisement
Advertisement
Ravi Shastri

সেমিফাইনাল জিততেই ভারতীয় ড্রেসিংরুমে শাস্ত্রী, বিরাট সেলিব্রেশনের মাঝে দিলেন পদকও

ভারতীয় দলের অফিশিয়াল পেজ থেকে পোস্ট করা হয়েছে সেই সেলিব্রেশনের মুহূর্ত।

Ravi Shastri lights up Indian dressing room ceremony after semifinal win
Published by: Sulaya Singha
  • Posted:March 5, 2025 3:23 pm
  • Updated:March 5, 2025 3:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় এই ড্রেসিংরুমে তাঁর উপস্থিতি গমগম করত। তাঁর পেপটকেই হতাশা কাটিয়ে চাঙ্গা হতেন ক্রিকেটাররা। মঙ্গলবার অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছতেই আবারও সেই ভারতীয় সাজঘরে দেখা গেল রবি শাস্ত্রীকে। রোহিত-কোহলিদের সঙ্গে জয়ের আনন্দ ভাগ করে নিলেন তিনি।

Advertisement

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক ছিলেন শাস্ত্রী। তাঁর জমানাতেই অস্ট্রেলিয়ায় পরপর বর্ডার গাভাসকর ট্রফি জিতেছিল ভারত। কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পরও অবশ্য ক্রিকেটারদের সঙ্গে একই রকম সখ্য রয়েছে তাঁর। জনপ্রিয় এই ধারাভাষ্যকারের সঙ্গে এখনও পন্থ, রাহুল, হার্দিকদের দেখা হলেই পরস্পরের সঙ্গে আগের মতোই গল্পে মজে ওঠেন তাঁরা। আর তাই প্রিয় প্রাক্তন কোচ সাজঘরে পৌঁছতেই খুশির আমেজ। এসেই দলের খেলার প্রশংসা করেন শাস্ত্রী। বলে দেন, “দল হিসেবে খেললেই সব বাধা পেরিয়ে এগিয়ে যাওয়া যায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তোমরা তেমনই খেলেছ। কঠিন ম্যাচে নজরকাড়া পারফরম্যান্স। এখনও পর্যন্ত সব দলকে হারিয়েছ। আর একটা ম্যাচ বাকি।”

এরপরই নিজের স্টাইলেই ম্যাচের সেরা ফিল্ডারের গলায় পরিয়ে দেন মেডেল। ম্যাচ শেষে ক্রিকেটারদের উৎসাহ দিতে যে সেরাদের পদ দেওয়ার চল রয়েছে ড্রেসিংরুমে, তা ক্রিকেটপ্রেমীদের কাছে অজানা নয়। আর এদিন সেরার শিরোপা পান শ্রেয়স আইয়ার। তাঁর গলায় পদকটি পরানোর আগে শাস্ত্রী মজা করে বলেন, “এই সোনার মেডেলটা ভীষণ ভারী। আর এটা পরবে শ্রেয়স।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

ইনস্টাগ্রামে ভারতীয় দলের অফিশিয়াল পেজ থেকে পোস্ট করা হয়েছে সেই সেলিব্রেশনের মুহূর্ত। বহুদিন পর আরও একবার কোহলি ও শাস্ত্রীকে ড্রেসিংরুমে দেখে উচ্ছ্বসিত ভারতীয় সমর্থকরাও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ