সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ক্রিকেট যেন ধর্মের মতো। ক্রিকেটাররাও তারকার সম্মান পান। সঙ্গে প্রচুর অর্থ উপার্জন করেন। বিসিসিআই থেকে বা আইপিএলের দলগুলো থেকে খেলার জন্য তো টাকা পানই। তার সঙ্গে আছে বিজ্ঞাপন থেকে প্রাপ্ত অর্থ। তার পরিমাণ কত? শচীন তেণ্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলিদের আয় কত? সেটা ফাঁস করে দিলেন রবি শাস্ত্রী।
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন ও অ্যালিস্টার কুকের সঙ্গে আলোচনা চলার সময় শাস্ত্রী বলেন, “ওরা প্রচুর টাকা আয় করে। বিজ্ঞাপনের থেকে প্রচুর টাকা আয় করে। আমার মতে, সেটা সর্বোচ্চ হতে পারে ১০০ কোটি টাকা। ওই ১০ মিলিয়ন পাউন্ডের মতো, তোমরা হিসেবে করে নাও। ধোনি, বিরাট বা শচীন ওদের সেরা সময়ে ১৫-২০টা বিজ্ঞাপন করত। সারাদিন বিজ্ঞাপন করলে আর সময় পাওয়া যায় না। ফলে ওরা এর থেকেও বেশি আয় করতে পারে। প্রচুর ক্রিকেটও খেলেছে। তাই যদি তার ফাঁকে বিজ্ঞাপনের শুটিং করা যায়, তাহলেও ক্রিকেট খেলার প্রচুর সময় থাকে।”
সেই সঙ্গে নিজের পছন্দের সেরা পাঁচ ক্রিকেটারও বেছে নিয়েছেন শাস্ত্রী। তাঁর কাছে সেরা পাঁচ ক্রিকেটার হলেন, “নিশ্চিতভাবেই গাভাসকর। কপিল, শচীন, বিরাটরাও থাকবে। আমি ওই যুগের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটারদের বেছে নিতে চাই। বিষাণ সিং বেদিও থাকতে পারেন। কিন্তু ধোনিকে এগিয়ে রাখব। বুমরাহ এখনও তরুণ, ওর মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি। আমি তাদের কথাই বলছি, যাদের ক্রিকেট কেরিয়ার শেষ বা প্রায় শেষ। সেই হিসেবে আমার পছন্দ- সাতের দশকের সুনীল, আটের দশকের কপিল, নয়ের দশকের শচীন, তারপর ধোনি ও বিরাট।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.