Advertisement
Advertisement
Ravi Shastri

ভারতের সর্বকালের সেরা ৫ ক্রিকেটার বাছলেন শাস্ত্রী, তালিকায় কারা?

পাঁচজনের মধ্যে সেরা কে? সে জবাবও দিয়েছেন শাস্ত্রী।

Ravi Shastri named India's 5 greatest cricketers
Published by: Subhajit Mandal
  • Posted:July 23, 2025 8:15 pm
  • Updated:July 23, 2025 8:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবি শাস্ত্রী। জাতীয় দলের জার্সিতে সফলতম অলরাউন্ডার। জাতীয় দলের অন্যতম সফল কোচ। সফল ধারাভাষ্যকর। ভারতীয় ক্রিকেটকে প্রায় পাঁচ দশক ধরে দেখছেন। এ হেন ব্যক্তিত্ব এবার তাঁর দেখা সেরা পাঁচ ক্রিকেটারকে বেছে নিলেন। শাস্ত্রীর বেছে নেওয়া সেরা পাঁচের তালিকায় তাঁর সময়ের ২ ক্রিকেটারের পাশাপাশি রয়েছেন এই প্রজন্মের দুই অধিনায়কও।

Advertisement

ইংল্যান্ডের দুই প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন এবং অ্যালিস্টার কুকের সঙ্গে একটি পডকাস্টে যোগ দিয়েছিলেন শাস্ত্রী। ‘দ্য ওভারল্যাপ ক্রিকেট পডকাস্ট’ নামের অনুষ্ঠানে নিজের দেখা সেরা ক্রিকেটারদের তালিকা দিলেন প্রাক্তন হেডকোচ। ওই তালিকায় অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়দের মতো কিংবদন্তিরা জায়গা পাননি। আবার হাল আমলের রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনের মতো তারকারাও সেরাদের তালিকায় নেই।

রবি শাস্ত্রী যে পাঁচজনকে বেছেছেন তাঁরা হলেন কপিল দেব, সুনীল গাভাসকর, শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি। তিনি বলেন, “কপিল দেব, সুনীল গাভাসকর, শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলি, এই চারজন আমার তালিকায় থাকবেনই। এদের নিয়ে কোনও সংশয় নেই। আসলে আমি এমন ক্রিকেটারদের কথা ভাবছি যারা হয়তো নিজেদের সময়ে সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার ছিলেন। এই তালিকায় বিষেণ সিং বেদী থাকতে পারতেন। কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে কীভাবে বাদ দিই।” নিজের তালিকা চূড়ান্ত করার আগে জশপ্রীত বুমরাহর নামটাও নিয়েছিলেন শাস্ত্রী। তবে তাঁর কেরিয়ার শেষ না হওয়ায় বুমরাহকে বেছে নেননি তিনি।

কিন্তু এই পাঁচজনের মধ্যে সেরা কে? অ্যালিস্টার কুকের প্রশ্নের জবাব শাস্ত্রী বলেন, “ব্যাটিংয়ের দিক থেকে গাভাসকরকে সেরা হিসাবে বাছা যায়। তবে আমি শচীনকেই সেরা হিসাবে রাখব। কারণ ওঁর দীর্ঘমেয়াদি সাফল্য। ২৪ বছর ধরে খেলেছে। ১০০টা সেঞ্চুরি। তাছাড়া সেরা সেরা বোলারদের বিরুদ্ধেও খেলতে হয়েছে ওকে। ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, ইমরান খান। ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, দক্ষিণ আফ্রিকার শন পোলক, অ্যালেন ডোনাল্ড। ও আসলে প্রথম সারির ক্রিকেটার।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ