সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল। অনেকেই বলছেন, গিল থাকায় তিনিই এশিয়া কাপে ওপেন করবেন। সেক্ষেত্রে একপ্রকার বাধ্য হয়েই নিচের সারিতে ব্যাট করতে নামতে হবে সঞ্জু স্যামসনকে। এই পরিস্থিতিতে ভারতীয় দলের উইকেটরক্ষকের হয়ে সওয়াল করলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। জানালেন, শুভমান গিলের জন্য ওপেনার হিসাবে স্যামসনকে সরিয়ে ফেলা সহজ হবে না। অর্থাৎ শাস্ত্রী চাইছেন, এশিয়া কাপে ওপেন নামুক সঞ্জুই।
২০২৪ সাল থেকে ওপেনার হিসাবে দেখা গিয়েছে সঞ্জু স্যামসনকে। ৪১টি টি-টোয়েন্টি ম্যাচে ৮৬১ রান করেছেন তিনি। তবে, মাত্র ১২ ইনিংসে তিনটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। স্ট্রাইক রেট ১৫২.৩৮। দেখা গিয়েছে, অন্যান্য পজিশনে যখনই তিনি ব্যাট করতে নেমেছেন, তখনই তাঁর পারফরম্যান্সের গ্রাফ অনেকটাই পড়ে গিয়েছে। পরিসংখ্যান হল, পরের দিকে ব্যাটিং করতে নেমে ৯ ইনিংসে মাত্র ২৯ রান করেছেন তিনি।
এই পরিস্থিতিতে শাস্ত্রী বলেন, “উপরের সারির তিনজনের মধ্যে ও-ই সবচেয়ে বিপজ্জনক। টপ অর্ডারের খেলেই কিন্তু একার হাতে ভারতকে জিতিয়েছে। ওর জায়গায় গিলকে খেলানো সহজ নয়। টি-টোয়েন্টিতে সঞ্জুর রেকর্ডও দারুণ। ওকেই ওপেনার হিসাবে দেখতে চাই। গিল বরং অন্য জায়গায় নামুক।”
পাশাপাশি শাস্ত্রীর মন্তব্য, “সঞ্জু যেমন খেলে তেমনই খেলুক। সেখানে কোনও বদলের প্রয়োজন নেই। ওপেন নামলেই ওকে বিধ্বংসী মেজাজে দেখা যাবে।” তাছাড়াও দুবাইয়ের গরমে স্পিনাররা যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন, সে কথাও জানিয়েছেন প্রাক্তন ভারতীয় কোচ। উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ। ১০ তারিখ সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে অভিযান শুরু করবে ভারত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.