Advertisement
Advertisement
Ravichandran Ashwin

ভারতীয় ক্রিকেটে বল বিকৃতি! অভিযোগের আঙুল অশ্বিনের দিকে

কদিন আগে মেজাজ হারিয়ে আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অশ্বিন।

Ravichandran Ashwin Accused Of Ball Tampering in TNPL
Published by: Arpan Das
  • Posted:June 16, 2025 7:46 pm
  • Updated:June 16, 2025 7:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটে বল ট্যাম্পারিংয়ের অভিযোগ। আর অভিযোগের আঙুল রবিচন্দ্রন অশ্বিনের দিকে। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে দিন্ডিগুল ড্রাগনসের অধিনায়ক তিনি। ভারতের প্রাক্তন স্পিনারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে ওই লিগের অন্য একটি ফ্র্যাঞ্চাইজি।

সম্প্রতি মাদুরাই প্যান্থার্সের বিরুদ্ধে ম্যাচ ছিল অশ্বিনের দলের। সেই ম্যাচে সহজেই ম্যাচ জেতে দিন্ডিগুল। ১৫১ রানের লক্ষ্য সহজেই তুলে নেয় অশ্বিনের দল। অশ্বিন নিজে ২৯ বলে ৪৯ রান করেন। আর তারপরই ড্রাগন্সের বিরুদ্ধে অভিযোগ এনেছেন প্যান্থার্সের সিইও ডি পূজা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বল যখন ব্যাটের সংযোগে আসে, তখন ধাতব শব্দ পাওয়া যাচ্ছে। প্রতিপক্ষ দলের অভিযোগ সেটা হয়েছে বল ট্যাম্পারিংয়ের জন্যই।

ওই সূত্র মারফৎ দাবি করা হচ্ছে, “ডিন্ডিগুলের বিরুদ্ধে আমাদের সাম্প্রতিক ম্যাচে বল ট্যাম্পারিংয়ের গুরুতর ঘটনা ঘটেছে। সাবধান করা সত্ত্বেও ওরা বল ট্যাম্পারিং করেছে। তোয়ালের মধ্যে কোনও রকম রাসায়নিক পদার্থ রাখা ছিল। সেটার সাহায্যে বল বিকৃত করা হয়েছে।”

তবে ওই ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে কোনও প্রমাণ দেওয়া হয়নি। তামিলনাড়ু প্রিমিয়ার লিগের পক্ষ থেকেও ওই ফ্র্যাঞ্চাইজিকে বলা হয়েছে উপযুক্ত প্রমাণ দিতে। লিগের তরফ থেকে বলা হয়েছে, “আমরা অভিযোগ পেয়েছি। আমরা ওদেরকে বলেছি প্রমাণ দিতে। যদি তাদের অভিযোগে কোনও সত্যতা থাকে, তাহলে আমরা একটা স্বাধীন কমিটি গঠন করব। কোনও প্রমাণ ছাড়া এভাবে কোনও প্লেয়ার বা ফ্র্যাঞ্চাইজির নাম বলা যায় না। আর যদি মাদুরাই কোনও প্রমাণ না দিতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।” উল্লেখ্য, কদিন আগে মেজাজ হারিয়ে আম্পায়ারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ৩৮ বছর বয়সি ক্রিকেটার। পরে জরিমানাও দিতে হয়। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement