ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন আগেই। বেশ কিছুদিন আগে আইপিএল থেকেও অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এবার তাঁকে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে দেখা যেতে পারে। সব কিছু ঠিকঠাক চললে সিডনি থান্ডারের হয়ে খেলতে দেখা যাবে ভারতীয় স্পিনারকে। খবর হল, অশ্বিনকে ড্রেসিংরুম ভাগাভাগি করে নিতে হতে পারে প্রাক্তন পাকিস্তান অধিনায়ক শাদাব খানের সঙ্গে। সেক্ষেত্রে পাকিস্তানি সতীর্থর সঙ্গে কি হাত মেলাবেন টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার?
এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিগ ব্যাশ ফ্র্যাঞ্চাইজি সিডনি থান্ডার আসন্ন মরশুমে অশ্বিনের সঙ্গে চুক্তি করার ব্যাপারে অনেকটাই এগিয়ে গিয়েছে। ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগের নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করিয়েছেন অশ্বিন। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার সম্ভাবনা রয়েছে। যদি সত্যিই অজিভূমে টি-টোয়েন্টি লিগ খেলেন অশ্বিন, তাহলে শাদাব খানকে সতীর্থ হিসাবে পাবেন। প্রশ্ন হল, সেক্ষেত্রে অশ্বিন কি পাকিস্তানি অলরাউন্ডারের সঙ্গে করমর্দনে রাজি হবেন?
এবারের এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যত না উত্তেজনা, তার চেয়ে বেশি উত্তেজনা হ্যান্ডশেক ইস্যু নিয়ে। অ্যান্ডি পাইক্রফটকে নিয়ে কম নাটক করেনি পাকিস্তান। তাঁকে ম্যাচ রেফারির পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিও পর্যন্ত জানায় পিসিবি। তবে, আইসিসি সেই দাবি মেনে নেয়নি। যা নিয়ে ভারতের প্রাক্তন স্পিনার অশ্বিন সমালোচনা করেছিলেন পাকিস্তানকে। জানিয়েছিলেন, পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে ঠিকই করেছে ভারতীয় দল। ঘটনাচক্রে বিগ ব্যাশে অশ্বিনের সঙ্গে যদি সিডনি থান্ডারের চুক্তি নিশ্চিত হয়, তাহলে পাকিস্তানি সতীর্থের সঙ্গে হাত মেলান কি না, সেটাও দেখার।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল লিগ ২ ডিসেম্বর থেকে শুরু হতে পারে। ফাইনাল সম্ভবত ৪ জানুয়ারি। আবার বিগ ব্যাশ লিগ শুরু হবে ১৪ ডিসেম্বর। যা পরের বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। নভেম্বরে হংকং সিক্সেসে ভারতের হয়ে খেলবেন তিনি। ভারতের চুক্তিবদ্ধ প্লেয়াররা বিদেশের লিগে খেলতে পারেন না। অবসর নেওয়ার পর অশ্বিনের জন্য সেই সমস্যা নেই। সিডনি থান্ডার তো বটেই, অশ্বিনকে দলে নেওয়ার ব্যাপারে দৌড়ে আছে সিডনি সিক্সার্স, হোবার্ট হ্যারিকেন ও অ্যাডিলেড স্ট্রাইকার্সও। প্রথম ভারতীয় হিসেবে অশ্বিন খেললে এদেশে অজিলিগের জনপ্রিয়তাও বৃদ্ধি পাবে। জানা গিয়েছে, ইন্টারন্যাশনাল লিগ ২ শেষ হলে অশ্বিন বিগ ব্যাশে যোগ দিতে পারেন। আর সিডনি থান্ডারের সঙ্গে চুক্তিবদ্ধ হলে শাদাব খানের সঙ্গে তিনি কী করেন, তা অবশ্যই দেখতে চাইবে ক্রিকেটমহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.