ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দল ছাড়ার জল্পনার মধ্যেই এবার চেন্নাই সুপার কিংসকে স্পষ্ট বার্তা দিলেন রবিচন্দ্রন অশ্বিন। তারকা স্পিনারের কথায়, ইয়েলো আর্মিতে তাঁর আদৌ কোনও ভবিষ্যৎ রয়েছে কিনা তা নিয়ে যেন ফ্র্যাঞ্চাইজি স্পষ্টভাবে জানিয়ে দেয়। এই বার্তা দিতে গিয়ে নিজের পুরনো দল রাজস্থান রয়্যালসের খানিক প্রশংসাও করেছেন অ্যাশ।
দীর্ঘ সাত বছর চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছেন অশ্বিন। এরপর পাঞ্জাব, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালসে খেলে গত বার ফের ফিরে এসেছিলেন সিএসকে’তে। ২০২৫ সালের মেগা নিলামে ৯.৭৫ কোটি টাকায় অশ্বিনকে কেনে চেন্নাই। এক দশক পর সিএসকে’তে ফিরলেও গত মরশুমে প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে পারেননি অশ্বিন। ন’টি ম্যাচে নেন মাত্র ৭ উইকেট। গড়ও আহামরি নয়। ৪০.৪৩। এমন পারফরম্যান্সে খুব স্বাভাবিকভাবেই ম্যানেজমেন্ট যে খুশি হবে না, তা বলাই বাহুল্য।
দিনকয়েক আগে জল্পনা ছড়ায়, সিএসকে ছাড়ার কথা ভাবছেন অশ্বিন। এবার সেই জল্পনার মাঝেই ফ্র্যাঞ্চাইজি নিয়ে বেশ কড়া সুর শোনা গেল অফস্পিনারের কণ্ঠে। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, “রাজস্থান রয়্যালসের হয়ে আমি তিন বছর খেলেছি। প্রথম বছর শেষ হতেই সিইও আমাকে ইমেল পাঠান। সেখানে আমার পারফরম্যান্সের খুঁটিনাটি লেখা ছিল। সঙ্গে ম্যানেজমেন্টের বার্তা, আমার কাছে ওদের কী প্রত্যাশা। সেটা জানিয়ে ওরা চুক্তি নবীকরণ করে বা ক্রিকেটারকে নিলামে পাঠায়।”
অশ্বিনের মতে, প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির কর্তব্য এইভাবে ক্রিকেটারকে জানিয়ে দেওয়া, তাঁকে দলে রাখা হবে কিনা। তবে দল ছাড়ার যে গুঞ্জন শোনা যাচ্ছে, তাতে তাঁর নিজের কোনও ভূমিকা নেই বলেই দাবি করেছেন অশ্বিন। তাঁর মতে, চেন্নাই সুপার কিংসে তাঁর কী ভবিষ্যৎ সেটা নিয়ে তিনি কিছুই জানেন না, বিষয়টি তাঁর হাতে নেই। ফলে আগামী আইপিএলে অশ্বিনকে নিলামে দেখা যাবে, নাকি তার আগেই ট্রেডিংয়ের মাধ্যমে তিনি অন্য দলে চলে যাবেন, চলছে জল্পনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.