Advertisement
Advertisement
CSK

ক্রিকেটারদের বেআইনিভাবে টাকা দিচ্ছে সিএসকে! নিজের দলের বিরুদ্ধেই বিস্ফোরক অশ্বিন

দিনকয়েক আগেই চেন্নাই ম্যানেজমেন্টকে কড়া বার্তা দিয়েছিলেন তারকা স্পিনার।

Ravichandran Ashwin says CSK paid Dewald Brevis under table

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:August 14, 2025 2:11 pm
  • Updated:August 14, 2025 2:11 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আর্থিক অনিয়মের অভিযোগ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে! আর সেই অভিযোগ আনলেন ইয়েলো আর্মির ‘ঘরের ছেলে’ রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, চলতি বছরের আইপিএলে পরিবর্ত হিসাবে সই করানো হয়েছিল ডেওয়াল্ড ব্রেভিসকে। চুক্তির অর্থ ছাড়াও ঘুরপথে প্রোটিয়া তারকাকে অনেক টাকা দেওয়া হয়েছিল বলে অভিযোগ অশ্বিনের।

Advertisement

আইপিএলের মাঝপথে চোট পেয়ে ছিটকে যান সিএসকে পেসার গুরজাপনীত সিং। তাঁর পরিবর্ত হিসাবে ২.২ কোটি টাকায় সই করানো হয় ব্রেভিসকে। কিন্তু অশ্বিনের দাবি, খাতায় কলমে যা উল্লেখ করা হয়েছে তার থেকে অনেক বেশি অর্থ ব্রেভিসকে দেওয়া হয়েছে। ইউটিউবে অশ্বিন বলেন, “পরিবর্ত হিসাবে সই করাতে গেলে বেস প্রাইসে নিতে হত। সেই কারণেই বেশ কয়েকটি দলের আগ্রহ থাকলেও তারা শেষ পর্যন্ত ব্রেভিসকে নেয়নি। এহেন পরিস্থিতিতে এজেন্টদের মাধ্যমে সংশ্লিষ্ট ক্রিকেটাররা অনেক সময় দাবি করেন, বাড়তি টাকা দিলে দলে আসব।” ব্রেভিসের ক্ষেত্রেও তাই হয়েছে বলে দাবি অশ্বিনের।

তারকা স্পিনারের কথায়, “এরকম দাবি ক্রিকেটাররা তখনই করে যখন তারা বুঝতে পারে যে পরের মরশুমে নিলামে উঠলে অনেক বেশি দাম পাবে। তাই ক্রিকেটাররা বলে দেয়, এই মরশুমে বেশি টাকা না দিলে পরের মরশুমে আর এই দলে থাকব না। ব্রেভিসকে অর্থ দেওয়ার জন্য চেন্নাই প্রস্তুত ছিল, তাই ও দলে যোগ দিয়েছে। আইপিএলের শেষের দিকে চেন্নাইয়ের দলও বেশ শক্তিশালী হয়েছিল।” অশ্বিনের বিস্ফোরক অভিযোগ নিয়ে অবশ্য সিএসকের তরফে কিছু বলা হয়নি।

দিনকয়েক আগেই চেন্নাই ম্যানেজমেন্টকে কড়া বার্তা দিয়েছিলেন তারকা স্পিনার। এবার সরাসরি আর্থিক অনিয়মের অভিযোগ আনলেন তিনি। প্রসঙ্গত, দীর্ঘ সাত বছর চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছেন অশ্বিন। এরপর পাঞ্জাব, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালসে খেলে গত বার ফের ফিরে এসেছিলেন সিএসকে’তে। ২০২৫ সালের মেগা নিলামে ৯.৭৫ কোটি টাকায় অশ্বিনকে কেনে চেন্নাই। এক দশক পর সিএসকে’তে ফিরলেও গত মরশুমে প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে পারেননি অশ্বিন। পরের মরশুমে হয়তো তাঁকে ছেড়ে দেবে চেন্নাই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ