ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ সাত বছর চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছেন। এরপর পাঞ্জাব, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালসে খেলে গত বার ফের ফিরে এসেছিলেন সিএসকে’তে। ২০২৫ সালের মেগা নিলামে ৯.৭৫ কোটি টাকায় রবিচন্দ্রন অশ্বিনকে কিনে নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিরা। যদিও এখন শোনা যাচ্ছে, অশ্বিন এবং সিএসকে’র পথ আলাদা হতে চলেছে। সূত্রের খবর, অভিজ্ঞ এই স্পিনার সিএসকে ছেড়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিতে চলেছেন অফ স্পিনার?
এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদনে জানা গিয়েছে, সিএসকে অ্যাকাডেমির অপারেশনস ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়াতে চান তিনি। এক বছর ধরে এই পদে ছিলেন অশ্বিন। ওয়াকিবহাল মহলের ধারণা, অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি দলে যোগ দিলে স্বার্থের সংঘাতের শিকার হতে পারেন। সেই কারণেই অ্যাকাডেমির পদ থেকেও সরে দাঁড়াবেন তিনি। তবে অশ্বিনের সিএসকে ছাড়ার নেপথ্যে কারণ কী, তা এখনও স্পষ্ট নয়।
অশ্বিনকে অন্য দলে বিক্রি করা হবে নাকি নিলামের জন্য ছেড়ে দেওয়া হবে, তাও এখনও স্পষ্ট নয়। এদিকে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং এমএস ধোনি গত কয়েকদিন ধরে আগামী মরশুমে চেন্নাইয়ের দল কেমন হবে, তা নিয়ে আলোচনা করেছেন। তাঁদের পরিকল্পনায় কি অশ্বিন ছিলেন না? উঠছে প্রশ্ন।
এক দশক পর সিএসকে’তে ফিরলেও গত মরশুমে প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে পারেননি অশ্বিন। ন’টি ম্যাচে নেন মাত্র ৭ উইকেট। গড়ও আহামরি নয়। ৪০.৪৩। এমন পারফরম্যান্সে খুব স্বাভাবিকভাবেই ম্যানেজমেন্ট যে খুশি হবে না, তা বলাই বাহুল্য। অনেকেই মনে করছেন, বাদ পড়ার আশঙ্কা থেকেই চেন্নাই ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন অশ্বিন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.