ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন বাদে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স। ৮৯ রানের ঝকঝকে ইনিংস। লোয়ার অর্ডারের ব্যর্থতা নিয়ে প্রথম টেস্টে যাবতীয় সমালোচনার জবাব। এতকিছু একসঙ্গে করেও বিতর্কে টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটার। কারণ, বর্ডার-গাভাসকর ট্রফির পর ভারতীয় তারকাদের মধ্যে শৃঙ্খলা আনার লক্ষ্যে যে ১০ দফা নির্দেশিকা বিসিসিআই দিয়েছিল, সেই নির্দেশিকা তিনি ভঙ্গ করেছেন। এমনটাই দাবি সূত্রের।
বর্ডার-গাভাসকর ট্রফির পর ভারতীয় দলে শৃঙ্খলা আনার জন্য মোট ১০ দফা নির্দেশিকা জারি করে বিসিসিআই। সেই নির্দেশিকাতেই বলা ছিল, দলের সঙ্গেই চলাফেরা করতে হবে সকল ক্রিকেটারদের। ম্যাচ হোক বা প্র্যাকটিস-আলাদা করে বা পরিবারের সঙ্গে যেতে পারবেন না ক্রিকেটাররা। ক্রিকেটার ও তাঁদের পরিবারের জন্য আলাদা যাতায়াতের বন্দোবস্ত দলের একতা নষ্ট করে। শোনা যাচ্ছে, জাদেজা (Ravindra Jadeja) ওই নিয়ম ভেঙেছেন।
এজবাস্টনে দ্বিতীয় দিনের খেলার শুরুর আগে টিম বাসের আগে একাই মাঠে চলে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের ‘স্যর’। যা বোর্ডের ওই ফতোয়ার শর্ত ভঙ্গ। আসলে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে জাদেজা ব্যাট করছিলেন ৪১ রানে। দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে নেটে খানিকটা বাড়তি অনুশীলন করে নিতে চেয়েছিলেন তিনি। সেকারণেই সবার আগে মাঠে পৌঁছে যান বাঁহাতি অলরাউন্ডার।
তবে এই নিয়ম ভঙ্গের জন্য জাদেজাকে কোনও শাস্তি দেওয়া হচ্ছে না। কারণ তিনি বোর্ডকে জানিয়েছেন, নিয়ম ভেঙে তাঁর আগে মাঠে পৌঁছে যাওয়ার একটাই কারণ অনুশীলন করা। তাঁর মনে হয়েছিল, নতুন বল সামলাতে হলে বাড়তি অনুশীলন প্রয়োজন। তাই দলের স্বার্থেই ওই নিয়ম ভাঙা। তাছাড়া বোর্ডের নিয়মে বলা আছে, কোচ বা সাপোর্ট স্টাফের অনুমতি নিয়ে কোনও ক্রিকেটার চাইলে দলের থেকে আলাদা যাতায়াত করতে পারেন। এক্ষেত্রে জাদেজাও গৌতম গম্ভীরের অনুমতি নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.