সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির পরই কি অবসর নেবেন রবীন্দ্র জাদেজা? জল্পনা কম ছিল না। কিন্তু ট্রফি জয়ের পর সেই বিষয়ে কোনও উল্লেখ করেননি জাড্ডু। এবার অবশ্য সোশাল মিডিয়ায় স্টোরিতে ইঙ্গিতমূলক পোস্ট করলেন। কী লিখলেন তিনি?
এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের। সেখানে শেষ শটটি আসে জাদেজার ব্যাট থেকে। চার মেরে টিম ইন্ডিয়ার জয় নিশ্চিত করে দেন তিনি। এমনকী ফাইনালের সেরা ফিল্ডারও হন জাদেজা। শেষ পর্যন্ত ৬ বলে ৯ রানে অপরাজিত থাকেন। বল হাতেও তুলে নেন একটি উইকেট। তবে শুধু ফাইনালে নয়, গোটা টুর্নামেন্ট জুড়েই বল হাতে ম্যাজিক দেখিয়েছেন ‘স্যর’ জাদেজা।
তার আগে পর্যন্ত জাদেজার অবসর নিয়ে কম চর্চা হয়নি। অবশেষে বার্তা দিলেন জাদেজা নিজেই। ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে তিনি লিখেছেন, ‘কোনও অপ্রয়োজনীয় গুজব নয়। ধন্যবাদ।’ সঙ্গে দুটি ইমোজি। কোনও বিষয়ে স্পষ্ট ইঙ্গিত না থাকলেও, অনুমান এটা অবসর নিয়েই বার্তা। চারদিকে জাদেজার বিদায় নিয়ে যে জল্পনা হচ্ছে, তা মাঠের বাইরে ফেলে দিলেন তিনি। এর আগে রোহিত শর্মার অবসর নিয়ে কথাবার্তা হলেও, ভারত অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই নিয়ে কোনও ভাবনা নেই।
ম্যাচের পর জাদেজা বলেন, “আমি কখনও হিরো, কখনও জিরো। নতুন ব্যাটারদের কাছে উইকেটটা মোটেই সহজ ছিল না। হার্দিক এবং কেএল দুর্দান্ত ব্যাট করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়াটা বিরাট ব্যাপার। দীর্ঘদিন খেলার পরও যদি বড় টুর্নামেন্ট জিততে না পারি, তা হলে কষ্ট লাগে।” সেই কাজটা সম্পূর্ণ করেছেন জাদেজা। সেই সঙ্গে যেন জানিয়েও দিলেন, আরও অনেকদিন ‘স্যর’ জাদেজার দাপট চলবে।
Ravindra Jadeja’s Instagram story.
– SIR JADEJA IS HERE TO STAY…!!! 🇮🇳
— Mufaddal Vohra (@mufaddal_vohra)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.