ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা হয়েছে। ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখে ওয়ানডে’তে শুভমান গিলকে অধিনায়ক করা হয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মাকে নিয়ে চর্চা চলছে। আলোচনা চলছে রবীন্দ্র জাদেজাকে নিয়েও। তাঁকেও ওয়ানডে দলে রাখা হয়নি। প্রশ্ন উঠছে, পরের ওয়ানডে বিশ্বকাপে কি খেলবেন তিনি? এ ব্যাপারে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে মন্তব্য করেছেন জাড্ডু।
জাদেজা বলেন, “এটা আমার হাতে নেই। অবশ্যই আমি বিশ্বকাপ খেলতে চাই। তবে, দিনের শেষে এটা টিম ম্যানেজমেন্ট, নির্বাচক, কোচ এবং অধিনায়কের ব্যাপার। অস্ট্রেলিয়ায় আমাকে দলে রাখা হয়নি। এর নেপথ্যে নিশ্চয়ই কিছু কারণ রয়েছে।” উল্লেখ্য, জাদেজার ব্যাপারটা স্পষ্ট করে দিয়েছেন জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকর। জাদেজা গত বছরই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। আগরকর বলে দিয়েছেন, জাদেজা অবশ্যই তাঁদের ভাবনায় রয়েছেন। কম্বিনেশনের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে টিমে তাঁকে রাখা যায়নি।
অস্ট্রেলিয়ায় মাত্র তিনটে ওয়ানডে খেলবে টিম। তিনটে ওয়ানডে’তে দু’জন বাঁ-হাতি স্পিনার নিয়ে যাওয়া যেত না। অক্ষর প্যাটেল রয়েছেন। ওয়াশিংটন সুন্দর আর কুলদীপ যাদব রয়েছেন। অস্ট্রেলিয়ার যেরকম পরিবেশ, তাতে বেশি স্পিনার খেলানো হবে না, সবার জানা। ঠিক সেই কারণেই জাদেজাকে অস্ট্রেলিয়ায় ওয়ানডে’তে ভাবা হয়নি।
জাদেজার সংযোজন, “এমন নয় যে আমাকে না জানিয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান নির্বাচক, কোচ, অধিনায়ক আমার সঙ্গে কথা হয়েছে। ওরা এ ব্যাপারে স্পষ্ট ছিলেন। তাই আমি খুশি। যখনই আমি ওয়ানডে’তে সুযোগ পাব, তা কাজে লাগাতে তৈরিই আছি। বিশ্বকাপের আগেও বেশ কিছু ওয়ানডে রয়েছে। আর যদি বিশ্বকাপে সুযোগ পাই, অবশ্যই খেলতে চাই। বিশ্বকাপ জেতা সবার মতো আমারও স্বপ্ন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.