Advertisement
Advertisement
Bengaluru Stampede

বেঙ্গালুরু পদপিষ্ট কাণ্ডে বড়সড় স্বস্তি, জামিন পেলেন বিরাট ঘনিষ্ঠ আরসিবি কর্তা

বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন আরসিবি কর্তা।

RCB official gets bail on Bengaluru Stampede
Published by: Anwesha Adhikary
  • Posted:June 12, 2025 5:54 pm
  • Updated:June 12, 2025 5:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরু পদপিষ্ট কাণ্ডে বড়সড় স্বস্তি আরসিবির। বৃহস্পতিবার জামিন পেলেন আরসিবির মার্কেটিং হেড নিখিল সোসালে। সেই সঙ্গে আরসিবির সেলিব্রেশন সম্প্রচারের দায়িত্বে থাকা ডিএনএ এন্টারটেনমেন্ট নেটওয়ার্কের তিন কর্মীর জামিনও মঞ্জুর করেছে কর্নাটক হাই কোর্ট। উল্লেখ্য, সোসালের বিরুদ্ধে জোরদার সওয়াল করেছিল কর্নাটক সরকার।

বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল কর্নাটক হাই কোর্ট। সেই মামলার শুনানি শুরু হয় মঙ্গলবার, কার্যকরী প্রধান বিচারপতি ভি কমলেশ্বর রাও এবং বিচারপতি সি এম যোশীর বেঞ্চে। শুনানি চলাকালীন কর্নাটক সরকারের কাছে ৯টি প্রশ্ন করেন দুই বিচারপতি। আইপিএল জয়ের সেলিব্রেশনের মতো বিরাট মাপের অনুষ্ঠানের জন্য আদৌ প্রস্তুতি ছিল কিনা, যাবতীয় সুরক্ষাবিধি মানা হয়েছিল কিনা, সেই নিয়ে বিশদে জবাব তলব করে কর্নাটক হাই কোর্ট।

মঙ্গলবারের পর বৃহস্পতিবার ফের শুনানি শুরু হয় বেঙ্গালুরু পদপিষ্ট কাণ্ডে। সোসালের জামিনের আবেদনের শুনানি শুরু হয় বিচারপতি এসআর কৃষ্ণকুমারের এজলাসে। সেখানে সোসালের আইনজীবী সওয়াল করেন, এফআইআরে ইতিমধ্যেই আরসিবিকে অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়েছে। তাই দলের একজন সদস্যকে আলাদা করে নিশানা করা যায় না। যদিও কর্নাটক সরকারের আইনজীবী বারবার তোপ দেগেছেন আরসিবিকে। তাঁর দাবি, অনুমতি না পাওয়া সত্ত্বেও বিজয় শোভাযাত্রার ঘোষণা করা হয়েছিল আরসিবির সোশাল মিডিয়ায়।

কর্নাটক সরকারের জোরদার সওয়াল সত্ত্বেও সোসালের জামিনের আবেদন মঞ্জুর করেছে উচ্চ আদালত। ফলে হেফাজত থেকে মুক্তি পেলেন আরসিবির মার্কেটিং হেড। এছাড়াও ডিএনএ এন্টারটেনমেন্টের ডিরেক্টর এবং ভাইস প্রেসিডেন্ট সুনীল ম্যাথিউ, ম্যানেজার কিরণ কুমার এবং টিকেটিং অফিশিয়াল শামান্ত মাভিনাকেরেকেও জামিন দিয়েছে আদালত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement