Advertisement
Advertisement
RCB

১৭ হাজার কোটি টাকা বাজারদর! বদলাচ্ছে আরসিবি’র মালিক? মুখ খুলল কর্তৃপক্ষ

কী জানাল ইউনাইটেড স্পিরিটস?

RCB owners break silence on reports of potential sale
Published by: Arpan Das
  • Posted:June 11, 2025 11:54 am
  • Updated:June 11, 2025 11:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতবদল হতে চলেছে বিরাটদের মালিকানার? এই নিয়ে প্রবল জল্পনা নেটদুনিয়ায়। জানা যাচ্ছে, আইপিএল চ্যাম্পিয়নদের বাজারদর প্রায় ১৭ হাজার কোটি টাকা। কিন্তু সত্যিই কি বিক্রি হয়ে যাচ্ছে বিরাটদের দল? সেই বিষয়ে মুখ খুলল আরসিবি কর্তৃপক্ষ।

Advertisement

এই মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিক ব্রিটিশ কোম্পানি দিয়াজিও পিএলসি। যারা মূলত মদপ্রস্তুতকারক সংস্থা। তবে দিয়াজিও সরাসরি নয়, ইন্ডিয়ান আর্ম ইউনাইটেড স্পিরিট লিমিটেডের মাধ্যমে আরসিবি’র মালিকানা সামলায়। সূত্রের খবর ছিল, ইতিমধ্যেই দিয়াজিও পুরো মালিকানা বিক্রির জন্য কথা বলতে শুরু করেছে। জানা যাচ্ছে, আরসিবি’র বাজারদর প্রায় ২ বিলিয়ন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ হাজার কোটি টাকা!

সেই নিয়ে অবশেষে মুখ খুলল ইউনাইটেড স্পিরিটস। তাদের বক্তব্য, “আরসিবি’র অংশীদারিত্ব বিক্রি নিয়ে বিভিন্ন খবর ঘুরছে। তবে কোম্পানির তরফ থেকে জানানো হচ্ছে, এই ধরনের খবর অনুমান নির্ভর এবং কোম্পানি এই ধরনের কোনও আলোচনা চালাচ্ছে না।” বিষয়টি তারা বম্বে স্টক এক্সচেঞ্জ ও বিসিই নজরদারি বিভাগকে জানিয়েছে।

তবে ওয়াকিবহাল মহলের ধারণা অন্যরকম। এবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। ১৭ বছর অপেক্ষার পর প্রত্যাশিত ট্রফি এসেছে। এর মধ্যে বিক্রির খবর প্রকাশ্যে আসতেই স্টক মার্কেটে ইউনাইটেড স্পিরিটের শেয়ার ৩.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা গত পাঁচমাসে সর্বোচ্চ। সম্প্রতি আমেরিকায় শুল্ক বৃদ্ধির কারণে দিয়াজিও’র দামি মদের চাহিদা একেবারেই কমেছে। আরও একটা বিষয় হচ্ছে, ভারতের বিভিন্ন স্টেডিয়ামে মদ ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন বন্ধ করতে তৎপর ভারতের স্বাস্থ্যমন্ত্রক। এমনিতেও সরাসরি বিজ্ঞাপন বন্ধ। যে কারণে বিখ্যাত ক্রিকেটারদের দিয়ে নরম পানীয়ের বিজ্ঞাপনেই প্রাধান্য দিতে হচ্ছে। ফলে বিক্রির খবরে শেয়ার বাজারে বাড়িয়ে নেওয়া বা দর পরখ নেওয়াও তাদের একটা উদ্দেশ্য বলে মনে করছেন অনেকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement