Advertisement
Advertisement
Yash Dayal

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন হেনস্তা, আর্থিক প্রতারণা! বিস্ফোরক অভিযোগ আরসিবি পেসারের বিরুদ্ধে

আইপিএলজয়ী তারকার বিরুদ্ধে অভিযোগ করছেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক তরুণী।

RCB pacer Yash Dayal accused of exploitation, on pretext of marriage
Published by: Subhajit Mandal
  • Posted:June 28, 2025 9:02 pm
  • Updated:June 28, 2025 9:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন হেনস্তা, মারধর, এমনকী আর্থিক প্রতারণা! বিস্ফোরক অভিযোগ আরসিবি পেসার যশ দয়ালের বিরুদ্ধে। সদ্য আইপিএলজয়ী তারকার বিরুদ্ধে অভিযোগ করছেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক তরুণী।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অভিযোগ-নিষ্পত্তি বিভাগে অভিযোগ জানিয়েছেন গাজিয়াবাদের ওই তরুণী। এর আগে মহিলাদের বিরুদ্ধে অপরাধ নিয়ে অভিযোগ জানানোর জন্য যে হেল্পলাইন নম্বর উত্তরপ্রদেশ সরকার চালু করেছে সেখানেও ওই তরুণী আরসিবির তারকা পেসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তরুণীর অভিযোগের ভিত্তিতে খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফে ইতিমধ্যেই গাজিয়াবাদের সার্কেল অফিসারের কাছে পুরো ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে।

মহিলার দাবি যশ দয়ালের সঙ্গে দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন তিনি। এই পাঁচ বছরে তাঁকে শারীরিক এবং মানসিকভাবে হেনস্তা করেছেন ক্রিকেটার। এমনকী আর্থিক দিক থেকেও তাঁকে শোষণ করা হয়েছে। সবটাই করা হয়েচ্ছে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে। এমনকী, বিয়ের প্রতিশ্রুতি যে সত্যি সেটা বোঝানোর জন্য পরিবারের সঙ্গেও পরিচয় করিয়ে দেন দয়াল। নিজেও নাকি মহিলার সঙ্গে স্বামীর মতো আচরণ করতেন। ওই মহিলার দাবি, আরসিবি তারকার সম্পর্কে তাঁর কোনও অভিযোগ যে মিথ্যা নয়, সেটার প্রমাণও রয়েছে। ভিডিও, স্ক্রিনশট, ছবি, চ্যাট হিস্ট্রি সবটাই সযত্নে রেখে দিয়েছেন তিনি। যদিও ওই অভিযোগ নিয়ে দয়ালের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

যশ দয়াল আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলার সময় রিঙ্কু সিংয়ের কাছে এক ওভারে পাঁচ ছক্কা খেয়ে কুখ্যাত হয়ে গিয়েছিলেন। শোনা যায়, মানসিক অবসাদেও ভুগেছেন তিনি। যদিও পরে সেসব কাটিয়ে উঠে ক্রিকেটমাঠে চমকপ্রদ কামব্যাক করেছেন তিনি। গত দুই আইপিএলের আরসিবির হয়ে চমকপ্রদ পারফরম্যান্স দিয়েছেন তিনি। এমনকী, একাধিকবার তাঁর দেশের হয়ে খেলার সম্ভাবনাও তৈরি হয়েছে। এবার মাঠের বাইরের বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement