সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার যশ দয়ালের বিরুদ্ধে যৌন হেনস্তা, শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। দয়ালের (Yash Dayal) সঙ্গে পাঁচ বছর সম্পর্কে থাকা এক মহিলা এই বিস্ফোরক অভিযোগ এনেছিলেন। এবার ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ নং ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ২৭ বছর বয়সি এক মহিলা আইপিএল জয়ী পেসারের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। তাঁর বক্তব্য, যশ দয়ালের সঙ্গে দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন তিনি। এই পাঁচ বছরে তাঁকে শারীরিক এবং মানসিকভাবে হেনস্তা করেছেন ক্রিকেটার। এমনকী আর্থিক দিক থেকেও তাঁকে শোষণ করা হয়েছে। সবটাই করা হয়েচ্ছে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত জেল হতে পারে আরসিবি পেসারের।
জানা যাচ্ছে, দয়ালের বয়ান রেকর্ড করেছে পুলিশ। ওই মহিলা বলেছেন, “ও বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। ওর পরিবারও আমাকে পুত্রবধূ হওয়ার কথা দিয়েছিল। আমি সততার সঙ্গে সম্পর্ক বাঁচিয়ে রেখেছিলাম।” উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অভিযোগ-নিষ্পত্তি বিভাগে অভিযোগ জানিয়েছিলেন গাজিয়াবাদের ওই তরুণী। এর আগে মহিলাদের বিরুদ্ধে অপরাধ নিয়ে অভিযোগ জানানোর জন্য যে হেল্পলাইন নম্বর উত্তরপ্রদেশ সরকার চালু করেছে সেখানেও ওই তরুণী আরসিবির তারকা পেসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন।
এফআইআরে রয়েছে, ‘অভিযোগকারিণী ১৪ জুন, ২০২৫ মহিলাদের হেল্পলাইনে যোগাযোগ করেছিলেন। পরে তিনি মুখ্যমন্ত্রীর দপ্তরের মাধ্যমে তিনি বিচার পান। ওঁর কাছে প্রমাণ হিসেবে স্ক্রিনশট, ছবি, ভিডিও কল, কথাবার্তার রেকর্ড আছে। এই বিষয়ে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চালু হয়েছে। শুধু ওই অভিযোগকারিণীর জন্য নয়, যে মহিলারা এভাবে মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে সমস্যার শিকার, তাঁদের সবার কথা ভেবেই ব্যবস্থা নেওয়া অত্যন্ত দরকারি।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.