নারিনকে বিরাটের 'শাসানি'। ছবি: সোশাল মিডিয়া।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট মাঠে সাধারণত আগ্রাসী মেজাজেই দেখা যায় তাঁকে। আবার মজা করতেও বিরাট কোহলির (Virat Kohli) জুড়ি মেলা ভার। কখনও গানের ছন্দে কোমর দুলিয়েছেন তিনি। কখনও বা সতীর্থদের সঙ্গে মশকরা করেছেন। রবিবারের ইডেনে নাইটদের (Kolkata Knight Riders) বিরুদ্ধেও নতুন অবতারের ধরা দিলেন বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) তারকা। এদিন তিনি ‘ভয়’ দেখালেন কেকেআরের সুনীল নারিনকে (Sunil Narine)।
ঠিক কী কাণ্ড করলেন ‘কিং’ কোহলি? রবিবার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। নাইটদের হয়ে ওপেন করতে আসেন ফিল সল্ট আর সুনীল নারিন। কিন্তু বল করবেন কে? হঠাৎই দেখা যায় ‘অরেঞ্জ ক্যাপ’ খুলে হাত ঘোরাচ্ছেন বিরাট। যদিও শেষ পর্যন্ত বল করলেন না। বরং নারিনের সঙ্গে মজায় মেতে উঠলেন তিনি।
কেকেআর ব্যাটারকে আসতে দিয়েই আগ্রাসী ভাবে তাঁর দিকে এগিয়ে যান বিরাট। তার পর গলায় নিজের আঙুল টেনে ‘ভয়’ দেখান তিনি। যা আগে করতে দেখা যেত ডবলিউ ডবলিউ ই (WWE) তারকা আন্ডারটেকারকে (Undertaker)। প্রতিপক্ষকে হারানোর আগে এভাবেই তিনি ইঙ্গিত করতেন। এদিন বিরাটও সেই ভঙ্গিই করলেন বিরাট। যেন ব্যাট করতে এলেই নারিনকে আউট করবেন তিনি।
🏏 Virat Kohli threatened Sunil Naraine (Funny Moment)
— Sandeep Phogat (Modi Ka Parivar) (@PhogatFilms)
বিরাটের ‘শাসানি’ সত্ত্বেও প্রথম ইনিংসে ভালো রান তুলল নাইটরা। নারিন এদিন ব্যর্থ হলেও ঝড় তোলেন ফিল সল্ট। মাত্র ১৪ বলে ৪৮ রান করেন তিনি। শেষ বেলায় রাসেল-রমনপ্রীতের ব্যাটে ভর করে ২২২ রানে থামে কলকাতার ইনিংস।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.