ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ঘোষণার দু’দিন পর ৬ দফা ইস্তেহারও প্রকাশ করেছে আরসিবি। দলের সামাজিক উদ্যোগ শাখা ‘আরসিবি কেয়ার্স’ পদদলিতের ঘটনার ট্র্যাজেডির পর এই পদক্ষেপ নিয়েছে।
এই পদক্ষেপকে তারা প্রয়োজনীয় পদক্ষেপের নীলনকশা হিসাবে বর্ণনা করেছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধ করার জন্য তারা বিসিসিআইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিষয়ে কাজ করতে চায়। আরসিবি কেয়ার্সের এই ইস্তেহার ‘সংকট’ কাটিয়ে উঠে এগিয়ে চলার পরিকল্পনাকেই প্রতিফলিত করে। ছ’টি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে এই ইস্তেহারে।
১. প্রয়োজনীয় সহায়তা প্রদান: কেবল আর্থিক সহায়তাই নয়। প্রয়োজনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে স্বচ্ছ এবং মানবিক সহায়তাও পৌঁছে দেওয়া হবে।
২. সকলের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা: ভিড় নিয়ন্ত্রণ করতে দৃঢ় ব্যবস্থা নেওয়া হবে। এরজন্য স্টেডিয়াম কর্তৃপক্ষ, ক্রীড়া সংস্থা এবং লিগের অংশীদাররাও একসঙ্গে কাজ করবে।
৩. সম্প্রদায়ের ক্ষমতায়ন: গ্রামীণ কর্নাটকে, বিশেষ করে সিদ্দি সম্প্রদায়ের মধ্যে উন্নয়নমূলক কর্মসূচি চালু করা।
৪. স্বাধীন গবেষণা এবং জনতার নিরাপত্তায় বিনিয়োগ: সমর্থকদের নিরাপত্তার জন্য পরিকাঠামো তৈরি করা হবে। জরুরি পরিস্থিতি সামলাতে স্থানীয় দলগুলিকে প্রশিক্ষণ দেওয়া হবে।
৫. সমর্থকদের স্মৃতি অক্ষত রাখা: আরসিবি’র সমর্থকদের সম্মান জানাতে বেঙ্গালুরুতে একটি বিশেষ স্মারক স্থান তৈরি হবে।
৬. খেলাধুলার মাধ্যমে ভবিষ্যৎ গড়ে তোলা: কেবল স্টেডিয়ামেই নয়, বরং খেলোয়াড়, স্টেডিয়াম কর্মী এবং স্থানীয় প্রতিভাদের কর্মসংস্থান এবং প্রশিক্ষণ দেওয়ার জন্য পরিকাঠামো গড়ে তোলা হবে।
ওয়াকিবহাল মহলের ধারণা, এই উদ্যোগের মাধ্যমে আরসিবি কেবল একটি ক্রিকেট দল নয়, বরং একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে সমাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, আরসিবি’র আইপিএল জয় সেলিব্রেশনের বিভীষিকার পর কেটে গিয়েছে প্রায় তিনমাস। বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটেছিল ১১ জনের। এই ট্র্যাজিডির পর তিন মাস কার্যত নীরব থাকলেও এবার যেন শাপমোচনে মরিয়া বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.