ছবি: সোশাল মিডিয়া
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতির কারণে মাঝে দশ দিন বন্ধ ছিল আইপিএল। আর সেই ‘বাড়তি সময়’ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাজে এসেছে বলে ঘোষণা করে দিলেন টিমের কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। তাঁর মতে, অপ্রত্যাশিত বিরতিতে টিমের ছন্দ নষ্ট তো হয়ইনি, বরং অধিনায়ক রজত পাতিদার চোট সারিয়ে সুস্থ হয়ে উঠতে পেরছেন।
আজ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামতে চলেছেন বিরাট কোহলিরা। টিমের প্লে অফ আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। দেখতে গেলে একা আরসিবি-র নয়। ইতিমধ্যে প্লে অফে কোন চারটে টিম খেলবে, সেটা গ্রুপ পর্ব শেষের বেশ কয়েকটা ম্যাচ আগে নিশ্চিত হয়ে গিয়েছে গতকাল মুম্বই ইন্ডিয়ান্স জেতার সঙ্গে সঙ্গে। যা বিগত বেশ কয়েকটা আইপিএলে কখনও দেখা যায়নি। গত কয়েক বছরে কখনও এত আগে প্লে অফের চারটে টিম নিশ্চিত হয়ে যায়নি। যাক গে। যে চারটে টিম প্লে অফ খেলবে তারা হল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স এবং পাঞ্জাব কিংস। অতএব, এখন চার টিমের লড়াই প্রথম দুইয়ে শেষ করা নিয়ে। যাতে ফাইনালে যাওয়ার জন্য বাড়তি একটা ম্যাচ পাওয়া যায়।
আরসিবিও একই চাঁদমারি নিয়ে শুক্রবার নামছে সানরাইজার্সের বিরুদ্ধে। এবং শক্তিবৃদ্ধি ঘটিয়ে। আরসিবি অধিনায়ক রজত পাতিদার, বিস্ফোরক ইংরেজ ওপেনার ফিল সল্ট-দু’জনেই সুস্থ। খেলতে তৈরি। “সত্যি বলতে, আমরা আইপিএলের মাঝে বিরতি নিয়ে বিশেষ ভাবিনি। টিমের ছেলেরা গোটা মরশুম জুড়ে ভালো ক্রিকেট খেলেছে। দারুণ পারফর্ম করেছে। বরং মাঝে বাড়তি সময় পেয়ে লাভ হয়েছে আমাদের। কারণ, যে দু’একজন ক্রিকেটার চোট পেয়েছিল, তারা ফিট হয়ে গিয়েছে। পাতিদার ডান হাতের আঙুলে চোট পেয়েছিল। কিন্তু ও এখন ফিট। মাঠে নামতে প্রস্তুত। সল্ট আবার জ্বরে ভুগছিল। ও-ও সুস্থ হয়ে উঠেছে। অবশ্যই সবাই চেয়েছিল, টুর্নামেন্ট কোনও বিঘ্ন ছাড়া পরিকল্পনা মতো শেষ হোক। কিন্তু কখনও কখনও অনেক বড়-বড় জিনিস ঘটে। তার সঙ্গে মানিয়ে নিতে হবে,” বলে দিয়েছেন ফ্লাওয়ার।
অষ্টাদশ আইপিএলে ঘরের মাঠে খেলার পর্ব শেষ হয়ে গিয়েছে আরসিবির। তারা প্লে অফ-সহ সমস্ত ম্যাচ খেলবে বেঙ্গালুরুর বাইরে। শুক্রবারও আদতে হায়দরাবাদের বিরুদ্ধে আরসিবির খেলা ছিল চিন্নাস্বামীতে। কিন্তু দুর্যোগের পূর্বাভাসের কারণে সেই ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে লখনউয়ে। “বেঙ্গালুরুতে খেলতে পারছি না বলে সত্যিই খারাপ লাগছে। প্রথম দিকে ঘরের মাঠে আমরা জিততে পারছিলাম না। কিন্তু পরের দিকে আমরা ঘরের মাঠেও জিততে চেয়েছিলাম। তবে এটাও ঠিক, এবার অ্যাওয়ে ম্যাচেও আমরা ভালো খেলেছি,” বক্তব্য ফ্লাওয়ারের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.