Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

গম্ভীর জমানায় ‘পরাধীন’ ড্রেসিংরুম! কোহলির টেস্ট অবসরে প্রশ্নের ভিড়, জল্পনা বাড়ালেন অশ্বিনও

শোনা যাচ্ছে, নির্বাচক প্রধান আগরকরের সঙ্গেও একাধিকবার কথা বলেন কোহলি।

Report claims Virat Kohli decided to quit test over 'lack of freedom'
Published by: Arpan Das
  • Posted:May 14, 2025 12:14 pm
  • Updated:May 14, 2025 12:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোহলির টেস্ট অবসরে ভারতীয় দলে শূন্যস্থান যেমন তৈরি হয়েছে, ঠিক একইভাবে উঠে আসছে অসংখ্য প্রশ্ন। কেন হঠাৎ লাল বলের ক্রিকেটকে বিদায় জানালেন? কোনও চাপ কি ছিল তাঁর উপর? শোনা যাচ্ছে, নির্বাচক প্রধান আগরকরের সঙ্গে একাধিকবার কথা বলেন কোহলি। তবু কেন মত বদলাল না? তার মধ্যে রবিচন্দ্রন অশ্বিনের এক আপাতনিরীহ মন্তব্য নিয়েও শুরু হয়েছে জল্পনা।

দিন কয়েক আগেই টেস্টকে বিদায় জানান রোহিত শর্মা। সামনে ইংল্যান্ড সফর। একঝাঁক তরুণ মুখ কীভাবে সেখানে পারফর্ম করে সেটা দেখার। জানা যাচ্ছে, সেখানে বাড়তি দায়িত্ব নিতে চেয়েছিলেন কোহলি। এমনকী অধিনায়ক হওয়ার ভাবনাও নাকি ছিল তাঁর। বোর্ড অবশ্য সেদিকে পা-ই বাড়ায়নি। আপাতত তাঁদের নজরে শুভমান গিল।

অবশেষে চূড়ান্ত সিদ্ধান্তের আগে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেন কোহলি। সেই তালিকায় রয়েছেন নির্বাচক প্রধান অজিত আগরকরও। দু’বার ফোনে কথা বলেন দু’জন। সূত্রের খবর, বর্তমান ম্যানেজমেন্টের অধীনে পর্যাপ্ত স্বাধীনতা পাচ্ছিলেন না কোহলি। তাছাড়া গম্ভীর পূর্ববর্তী জমানায় ড্রেসিং রুমে যে পরিবেশ ছিল, সেটাও নাকি উধাও। এই আকস্মিক ‘পরিবর্তন’ কোহলির টেস্ট অবসরকে ত্বরান্বিত করেছে বলে খবর।

খুব স্বাভাবিকভাবেই এই ‘পরিবর্তন’-এর নেপথ্যের যে গম্ভীর, সেটা মনে করছেন অনেকেই। এর মধ্যে অশ্বিনের এক মন্তব্য নিয়ে জল্পনা বাড়ছে। মাস কয়েক আগে তিনি অজি সফরের মাঝপথে অবসর নিয়েছিলেন। এখন তিনি চাইছেন, বুমরাহকে টেস্ট অধিনায়ক করা হোক। সেটা কিন্তু গম্ভীরের পরিকল্পনার বিরোধী। সেই সঙ্গে আগামী সময়কে ‘গম্ভীর যুগ’ বলে চিহ্নিত করছেন তিনি। যদিও অনেকে মনে করছেন, এই সামান্য মন্তব্যের মধ্যে অন্য ইঙ্গিত রয়েছে। ক্রিকেটে সেভাবে কোচেদের ‘যুগ’ হয় না। বরং অধিনায়করাই প্রধান মুখ হন। এবার সেই জায়গায় গম্ভীরকে বসিয়ে কি তাঁর ‘আধিপত্য’কেই বোঝাতে চাইলেন অশ্বিন?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement