Advertisement
Advertisement
Rohit Sharma

রোহিতের জন্য বিঘ্নিত ‘দলীয় সংস্কৃতি’? নেতৃত্ব থেকে সরানোর পর নয়া তত্ত্ব গম্ভীর-আগরকরদের!

নিঃস্বার্থ নেতৃত্বর জন্যই পরিচিত রোহিত।

Report Makes Staggering Claim that Rohit Sharma As ODI Captain "Would've Disturbed Team Culture"
Published by: Arpan Das
  • Posted:October 6, 2025 2:01 pm
  • Updated:October 6, 2025 2:01 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মাকে সরিয়ে ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক হয়েছেন শুভমান গিল। ২০২৭-র বিশ্বকাপকে মাথায় রেখে যে এই বদল তা পরিষ্কার করে দিয়েছেন নির্বাচক প্রধান অজিত আগরকর। কিন্তু শুধু কি তাই? বলা হচ্ছে, রোহিতের জন্য নাকি ‘টিম সংস্কৃতি’ বিঘ্নিত হচ্ছে। সেটাই কি রোহিতকে নেতৃত্ব থেকে সরানোর আসল কারণ?

Advertisement

নিঃস্বার্থ নেতৃত্বর জন্যই পরিচিত রোহিত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের ফাইনাল খেলার নেপথ্যে বড় অনুঘটকের কাজ করেছিল ওপেনিংয়ে নেমে ক্যাপ্টেন রোহিতের একের পর এক ঝোড়ো ইনিংস। তাহলে কোথায় হিসেবনিকেশে গরমিল হচ্ছে? বোর্ডের এক সূত্র জানিয়েছেন, “রোহিতের মতো ব্যক্তিত্বের একজন দলের নেতৃত্বে থাকলে তাঁর দর্শনেই ড্রেসিং রুম প্রভাবিত হয়। কিন্তু এখন ও শুধু ওয়ানডে খেলে। আর এই ফরম্যাটটা সবচেয়ে কম খেলা হয়। যে কারণে দলের সংস্কৃতি বিঘ্নিত হতে পারে।”

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সেই ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন। মাস কয়েক আগে টেস্ট থেকে সরে দাঁড়ান। যা কিছুটা ‘বাধ্য করা হয়েছে’ বলেই অনেকে মনে করেন। এবার আচমকাই ওয়ানডে নেতৃত্ব হারালেন। অথচ, ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে রোহিত শর্মার নেতৃত্বে। ওই সূত্র আরও জানিয়েছেন, “গম্ভীর টেস্ট ও ওয়ানডেতে প্রথম ছয় মাসে কিছুটা সাবধানী ছিলেন। কিন্তু নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বিভীষিকার পর আরও শক্ত হাতে দায়িত্ব সামলাচ্ছেন।”

২০২৭-র বিশ্বকাপে রোহিত খেলবেন কি না, তা এখন নিশ্চিত নয়। যা নিয়ে ওই সূত্র আরও বলেছেন, “গম্ভীর ও আগরকর মিলিতভাবে এই পদক্ষেপ নিয়েছেন। ওরা বুঝেছেন, ৩০ বছর পেরনো রোহিত-কোহলির পক্ষে ২ বছর পর বিশ্বকাপে পারফর্ম করা কঠিন। হঠাৎ করে দুজনের ফর্ম পড়ে গেলে দল বিপদে পড়ত। তাতে দলের নেতৃত্বেও সমস্যা বাড়ত।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ