Advertisement
Advertisement
IPL 2025

এক সপ্তাহ বন্ধতেও নেই লোকসান! এবারের আইপিএল থেকে বোর্ডের আয় কত হাজার কোটি?

ম্যাচপিছু রোজগার কত বোর্ডের?

Report revealed how much money has BCCI earned from IPL 2025

প্রতীকী ছবি।

Published by: Arpan Das
  • Posted:June 8, 2025 3:00 pm
  • Updated:June 8, 2025 3:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের মতো আইপিএল শেষ। ১৮ বছর পর অপেক্ষার পর চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। আবার ভারত-পাক যুদ্ধ আবহে মাঝপথে এক সপ্তাহ বন্ধ ছিল আইপিএল। এবারের আইপিএল থেকে কত টাকা আয় করল ভারতীয় ক্রিকেট বোর্ড?

আইপিএলের সৌজন্যে প্রতিবছরই লাফিয়ে বাড়ে বিসিসিআইয়ের আয়। ২০২৩ অর্থবর্ষে বোর্ডের আয় হয়েছিল ১৬,৪৯৩ কোটি টাকা। পরের বছর ছিল ২০,৬৮৬ কোটি টাকা। এবার কত হল? জানা যাচ্ছে, সদ্যসমাপ্ত টুর্নামেন্ট থেকে বোর্ডের রোজগার হয়েছে ২২,৫৬৩ কোটি টাকা। তবে এই আয় হয়েছে বিভিন্ন ভাগে। সূত্রের খবর, মাঝে এক সপ্তাহ আইপিএল বন্ধ না থাকলে এই পরিমাণ আরও বাড়ত।

আইপিএল থেকে আয়ের সবচেয়ে বড় ও আকর্ষণীয় উৎস সম্প্রচার স্বত্ব। সেখান থেকে বোর্ড পুরো আইপিএল জুড়ে আয় করেছে ৯৬৭৮ কোটি টাকা। অর্থাৎ ম্যাচপিছু রোজগার করেছে ১৩০ কোটি ৭০ লক্ষ টাকা। যেখানে টিভি সম্প্রচারের স্বত্ব রয়েছে স্টার স্পোর্টসের কাছে। অন্যদিকে ডিজিটাল মাধ্যমে সম্প্রচার স্বত্ব ভায়াকম১৮-র। যা রিলায়েন্স ইন্ড্রাস্ট্রি লিমিটেডের অধীনে।

আইপিএলের স্পনসর টাটা গোষ্ঠী। তাদের সঙ্গে ২০২৪ থেকে পাঁচ বছরের চুক্তি হয়েছে। যেখানে ২৫০০ টাকার চুক্তি হয়েছে। অর্থাৎ প্রতিবছর ৫০০ কোটি টাকা করে পাচ্ছে বোর্ড। এছাড়া অন্যান্য কিছু সহকারী স্পনসর রয়েছে। অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপ থেকে স্ট্র্যাটেজিক টাইম আউট, বিভিন্ন ক্ষেত্রে আলাদা স্পনসর রয়েছে। তাদের থেকে বড় অঙ্কের টাকা আয় হয় বোর্ডের। এর বাইরে রিপোর্ট অনুযায়ী, এবার বিজ্ঞাপনের সংখ্যা ২৭ শতাংশ বেড়েছে।

আবার টিকিট বিক্রি বা ফ্রাঞ্চাইজিদের নিজস্ব আয় থেকে ২০ শতাংশ পায় বোর্ড। প্রতিদলের লাইসেন্স রেভিন্যুরও ১২.৫ পায়। সব মিলিয়ে এবার বিসিসিআইয়ের রোজগার ২২,৫৬৩ কোটি টাকা। তবে চুক্তি অনুযায়ী প্রতিটি দলকে ৪২৫ কোটি টাকা দিতে হয়। তারপরও বোর্ডের কাছে থাকছে ১৮,৩১৩ কোটি টাকা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement