ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৭-র বিশ্বকাপে কি সত্যিই দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে? সেই প্রশ্ন ইতিমধ্যেই চিন্তায় ফেলেছে দেশের ক্রিকেটভক্তদের। এমনকী তাঁদের বিজয় হাজারে ট্রফি খেলে জায়গা অর্জন করতে হবে বলেও জল্পনা রয়েছে। তবে সাম্প্রতিক খবর অনুযায়ী, এখনই দুই মহাতারকার ভবিষ্যৎ নিয়ে ভাবতে নারাজ বোর্ড। কারণ, বিসিসিআইয়ের পরিকল্পনা আরও দীর্ঘমেয়াদি।
সামনেই এশিয়া কাপ। তবে সেটা যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাটে, তাই রোহিত-বিরাট খেলবেন না। এশিয়া কাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ আছে। সেটাই কি দুজনের শেষ সিরিজ হতে চলেছে? বিসিসিসিআই দুজন কী ভাবছে না ভাবছে, সেই নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছে না। সংবাদসংস্থা পিটিআইকে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, “যদি ওরা কিছু ভেবে থাকে, তাহলে বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলুক। যেরকম ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে করেছিল। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, আমাদের কাছে প্রাথমিক লক্ষ্য এশিয়া কাপ আর তারপর পরের বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার জন্যও পর্যাপ্ত প্রস্তুতি নিতে হবে। আশা করব, এশিয়া কাপে সব প্লেয়ারদের ফিট পাব আর সেরা দল পাঠাতে পারব।”
ইংল্যান্ড সফরের আগে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এর মাস ছয় আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকেও অবসর নিয়েছিলেন ‘হিটম্যান’ এবং কিং কোহলি। এই মুহূর্তে ওয়ানডে ছাড়া আর কোনও ফরম্যাটে খেলছেন না দুই তারকা। সেভাবে ঘরোয়া ক্রিকেটেও সক্রিয় নন। নির্বাচকরা মনে করছেন, বছরে মাত্র কয়েকটা ওয়ানডে খেলে কোনওভাবেই রোহিতরা নিজেদের ম্যাচ ফিট রাখতে পারবেন না। বরং এখন থেকেই তরুণদের নিয়ে পরিকল্পনা করা ভালো।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.