Advertisement
Advertisement
Gautam Gambhir

প্লেয়ারদের পহেলগাঁও জঙ্গিহানার কথা মনে করান গম্ভীর! হাত না মেলানোর নির্দেশের নেপথ্যে কে?

হ্যান্ডশেক বিতর্ক নিয়ে উত্তাল ক্রিকেটবিশ্ব।

Report says Gautam Gambhir is The Man Behind 'No Handshake' Against Pakistan
Published by: Arpan Das
  • Posted:September 15, 2025 3:17 pm
  • Updated:September 15, 2025 4:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যান্ডশেক বিতর্ক নিয়ে উত্তাল ক্রিকেটবিশ্ব। এশিয়া কাপের ম্যাচের পর পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে হাত মেলায়নি ভারতের প্লেয়াররা। স্পষ্টতই, যা পহেলগাঁও হামলার প্রতিবাদ। আর শুধু দলের প্লেয়াররা নয়, প্রতিবাদে শামিল কোচ গৌতম গম্ভীরও। এমনকী জানা যাচ্ছে, সূর্যদের কাছে এই নির্দেশ পৌঁছে দেওয়ার দায়িত্ব নেন খোদ গম্ভীর।

Advertisement

ম্যাচ শুরুর আগে টসের সময় সূর্যকুমার যাদব হাত মেলাননি পাক অধিনায়কের সঙ্গে। ম্যাচের শেষেও সেটাই বজায় রইল। ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে ড্রেসিংরুমে ফিরে আসেন। এমনকী শোনা যাচ্ছে, যখন পাক দল ভারতীয় ড্রেসিংরুমের কাছে ছিল, তখন তাঁদের মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া হয়।

জানা গিয়েছে, প্লেয়ারদের কাছে হাত না মেলানোর নির্দেশ পৌঁছে দিয়েছিলেন গম্ভীর। তিনি নাকি প্লেয়ারদের বলেছিলেন, “সোশাল মিডিয়া থেকে দূরে থাকো। বাইরের চিৎকারে কান দিও না। তোমাদের কাজ ভারতের হয়ে খেলা। পহেলগাঁওয়ে কী হয়েছে ভুলে যেও না। প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাবে না, বাড়তি গুরুত্ব দেবে না। শুধু যাও, নিজের সেরাটা দিয়ে দলকে জেতাও।” তিনি আরও বলছেন, “আপেলের সঙ্গে কমলালেবুর তুলনা করে লাভ নেই। আমরা প্লেয়ারদের পাশে থাকি। যাতে তারা ভবিষ্যতে ভালো ফল দেয়।” তবে এটাও বলা হচ্ছে, আরও উচ্চমহল থেকে ভারতীয় দলকে এই বার্তা দেওয়া হয়। যাই হোক না, ম্যাচে ‘বয়কটে’র আদর্শ উদাহরণ রাখেন সূর্যরা।

ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে পাকিস্তান। ভারতীয়দের আচরণে ক্ষুব্ধ হয়ে এসিসির কাছে অভিযোগ জানিয়েছে পাক দল। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘পাক দলের ম্যানেজার নাভেদ আক্রম চিমা সরকারিভাবে ভারতীয় দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। খেলোয়াড় সুলভ আচরণ করেনি ভারত, তাই অভিযোগ জানানো হল।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement