Advertisement
Advertisement
Olympics 2028

এক মহাদেশ, এক দল! লস অ্যাঞ্জেলস অলিম্পিকের ক্রিকেটে ‘যোগ্য’ ভারত, বাদ পাকিস্তান?

অলিম্পিকে ক্রিকেটের যোগ্যতা অর্জনের পদ্ধতি নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

Report says India Cricket Team will qualify for Olympics 2028 but Pakistan New Zealand misses out
Published by: Arpan Das
  • Posted:July 30, 2025 2:04 pm
  • Updated:July 30, 2025 2:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট। ২০২৮-র লস অ্যাঞ্জেলস অলিম্পিকে টি-টোয়েন্টি ফরম্যাটে পুরুষ ও মহিলাদের ক্রিকেট ম্যাচ চলবে ১৭ দিন ধরে। ১২ জুলাই থেকে শুরু হবে ক্রিকেট প্রতিযোগিতা। অলিম্পিক কমিটির তরফ থেকে আগেই জানানো হয়েছিল, লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট হবে ৬ দলের। ৬টা পুরুষ দল। ৬টা মহিলা দল। কিন্তু যোগ্যতা অর্জনের মাপকাঠি কী হবে? সেটা প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে।

Advertisement

এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসি যোগ্যতা অর্জনের মাপকাঠি জানায়নি। তবে সূত্রের খবর, প্রতিটি মহাদেশ থেকে একটি করে দেশ সুযোগ পাবে। আয়োজক দেশ হিসেবে আমেরিকা খেলবে। তার সঙ্গে এশিয়া, ইউরোপ, ওশিয়ানিয়া ও আফ্রিকার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দলগুলো খেলবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও (আইওসি) মহাদেশকেন্দ্রিক নিয়মকেই গুরুত্ব দিতে চায়। তাতে বাদ পড়তে পারে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আর তাতেই বেঁধেছে বিতর্ক।

র‍্যাঙ্কিং অনুযায়ী ভারত (এশিয়া), দক্ষিণ আফ্রিকা (আফ্রিকা), অস্ট্রেলিয়া (ওশিয়ানিয়া) যোগ্যতা অর্জন করবে। ইউরোপ থেকে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের মিলিত দল গ্রেট ব্রিটেনও আছে। তাহলে আরেকটি দল কে হবে? সেক্ষেত্রে একটা সম্ভাবনা হচ্ছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কোনও একটি দল সুযোগ পেতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে উত্তর আমেরিকা থেকে আয়োজক দেশ আমেরিকা ইতিমধ্যেই আছে। আবার, আমেরিকার ক্রিকেট নিয়ে নানা সমস্যা আছে। ফলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে কোনও দেশের দরজা খুলে যেতে পারে।

তাতেও আরেকটি জায়গা ফাঁকা থাকছে। সেটা কী হবে, এখনও আইসিসি ঠিক করে উঠতে পারেনি। এবার যদি এক মহাদেশের এক দল নীতি থাকে, তাহলে এশিয়ার পাকিস্তান ও ওশিয়ানিয়ার নিউজিল্যান্ড বাদ পড়তে পারে। ফলে এই সার্বিক মাপকাঠি নিয়েই প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এবার আইসিসি কী নীতি নেয়, সেদিকেই তাকিয়ে ক্রিকেট দুনিয়া।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement