Advertisement
Advertisement
R Ashwin

‘ডবল রোলে’ অশ্বিন! দুই দেশের লিগে একই সময়ে খেলতে চলেছেন প্রাক্তন ভারতীয় স্পিনার

কোন দুটি লিগে খেলবেন অশ্বিন?

Report says R Ashwin likely to play in ILT20, Big Bash League at the same time

ফাইল ছবি

Published by: Arpan Das
  • Posted:September 23, 2025 1:02 pm
  • Updated:September 23, 2025 1:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল থেকে অবসর নিয়েছেন কিছুদিন আগে। ইতিমধ্যেই ভবিষ্যতের পরিকল্পনা করে ফেলেছেন রবিচন্দ্রন অশ্বিন। আর তাতে ভারতের প্রাক্তন স্পিনারকে দ্বৈত ভূমিকায় দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। অর্থাৎ একই সময়ে একই সঙ্গে দুটি আলাদা দেশের লিগে খেলবেন অশ্বিন।

Advertisement

একটি ক্রীড়াবিষয়ক ওয়েবসাইটের মতে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগের নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করিয়েছেন অশ্বিন। নিলাম হবে ১ অক্টোবর। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার সম্ভাবনা রয়েছে অশ্বিনের। ঘটনা হচ্ছে, ইন্টারন্যাশনাল লিগ ২ ডিসেম্বর থেকে শুরু হতে পারে। ফাইনাল সম্ভবত ৪ জানুয়ারি। আবার বিগ ব্যাশ লিগ শুরু হবে ১৪ ডিসেম্বর। যা পরের বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

জানা যাচ্ছে, অশ্বিন একই সঙ্গে দুটি টুর্নামেন্টে খেলতে পারেন। তিনি বরাবরই প্রথা ভাঙায় বিশ্বাসী। অবসরের পরও সেই ধারা বজায় রাখতে চান। তাছাড়া নভেম্বরে হংকং সিক্সেসে ভারতের হয়ে খেলবেন তিনি। ভারতের চুক্তিবদ্ধ প্লেয়াররা বিদেশের লিগে খেলতে পারেন না। অবসর নেওয়ার পর অশ্বিনের জন্য সেই সমস্যা নেই।

সব ঠিকঠাক চললে সিডনি থান্ডার্স দলে খেলতে পারেন অশ্বিন। এছাড়া সিডনি সিক্সার্স, হোবার্ট হ্যারিকেন ও অ্যাডিলেড স্ট্রাইকার্সও দৌড়ে আছে। বিবিএল’ও যথেষ্ট আগ্রহী প্রাক্তন ভারতীয় অফস্পিনারকে নিয়ে। কারণ ভারতীয় তারকারা বিগ ব্যাশে খেলেন না। আর প্রথম ভারতীয় হিসেবে অশ্বিন খেললে এদেশে অজিলিগের জনপ্রিয়তাও বৃদ্ধি পাবে। তবে বিষয়টা আদৌ সহজ হবে না। কারণ ডিসেম্বরে শুরু হতে চলা বিবিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো ইতিমধ্যেই নিজেদের ‘পার্স’ খরচ করে ফেলেছে। অশ্বিনকে কেনার খরচও নেহাৎ কম হবে না। ফলে কীভাবে সমাধানসূত্র পাওয়া যায়, সেই চেষ্টা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অশ্বিনও নাকি জানিয়েছেন তিনি এই বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলা শুরু করেছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ