Advertisement
Advertisement
BCCI

সরছেন রজার বিনি, বিসিসিআইয়ের নতুন সভাপতি হতে চলেছেন রাজীব শুক্লা!

বোর্ডের বার্ষিক সাধারণ সভার মাস কয়েক আগে আচমকা কেন রদবদল?

Report says Rajeev Shukla set to become BCCI President with Roger Binny nearing age limit
Published by: Arpan Das
  • Posted:June 2, 2025 12:58 pm
  • Updated:June 2, 2025 1:24 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিসিসিআইয়ের সভাপতি হতে চলেছেন রাজীব শুক্লা। এই মুহূর্তে বোর্ড সভাপতির পদে আছেন রজার বিনি। আর রাজীব শুক্লা সামলাচ্ছেন সহ-সভাপতির দায়িত্ব। কিন্তু হঠাৎ কী হল যে, বোর্ডে রদবদলের সম্ভাবনা দেখা যাচ্ছে?

Advertisement

আসলে ১৯ জুলাই ৭০ বছরে পা দিতে চলেছেন রজার বিনি। বোর্ডের নিয়ম অনুযায়ী, ৭০ বছরের পর আর সভাপতি পদে থাকা যায় না। সেই কারণেই সরে যেতে হবে ১৯৮৩-র বিশ্বকাপজয়ী সদস্যকে। এদিকে সেপ্টেম্বর মাসেই বোর্ডের বার্ষিক সাধারণ সভা। তখনও রদবদল আসার সম্ভাবনা রয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রজার বিনি দায়িত্ব ছাড়ার পর থেকে বোর্ডের বার্ষিক সাধারণ সভা পর্যন্ত, এই আড়াই মাস কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব সামলাবেন রাজীব শুক্লা। তবে এখনও এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিকল্প কোনও নামও উঠে আসতে পারে বলে জল্পনা রয়েছে।

২০২২ সালে বোর্ডের সভাপতি হন রজার বিনি। তার আগে এই দায়িত্বে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিনি সভাপতি থাকাকালীন ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তাছাড়া ঘরোয়া ক্রিকেটের উন্নতির জন্যও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের হয়ে ২৭টি টেস্ট খেলেছেন তিনি। ৮৩০ রানের পাশাপাশি ৪৭টি উইকেটও আছে তাঁর নামে। ৭২টি ওয়ানডেতে তাঁর উইকেট সংখ্যা ৭৭। ১৯৮৩-র বিশ্বকাপে ১৮টি উইকেট নিয়ে তিনি দেশের সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন।

অন্যদিকে রাজীব শুক্লা সহ-সভাপতি পদে আছেন ২০২০ সাল থেকে। এর আগে উত্তরপ্রদেশের ক্রিকেট সংস্থার সচিব ও আইপিএলের চেয়ারম্যানের পদেও ছিলেন তিনি। এবার দেখার যে, সেপ্টেম্বরে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় কাকে স্থায়ী সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ