Advertisement
Advertisement
Shubman Gill

ইংল্যান্ড সফরে দুরন্ত ফর্মের পুরস্কার! এশিয়া কাপে বড় দায়িত্ব পেতে চলেছেন গিল-যশস্বী

এশিয়া কাপের দল ঘোষণা কবে?

Report says Shubman Gill, Yashasvi Jaiswal in contention for Asia Cup call-up

ছবি বিসিসিআই

Published by: Arpan Das
  • Posted:August 6, 2025 12:09 pm
  • Updated:August 6, 2025 12:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড থেকে টেস্ট সিরিজ ড্র রেখে ফিরছে শুভমান গিলের ‘নতুন ভারত’। স্বপ্নের ছন্দে আছেন অধিনায়ক শুভমান গিল। ওপেনিংয়ে আগুন ঝরিয়েছেন যশস্বী জয়সওয়ালও। সামনেই এশিয়া কাপ। এবার সেখানে বড় দায়িত্ব পেতে চলেছেন ভারতীয় দলের দুই তারকা।

Advertisement

সাম্প্রতিক সময়ে খুব একটা টি-টোয়েন্টি খেলতে দেখা যায়নি গিল-যশস্বীকে। দুজনেই শেষবার কুড়ি-বিশের ক্রিকেটে নেমেছিলেন ২০২৪-র ৩০ জুলাই। কিন্তু এশিয়া কাপে সম্ভবত তাঁদের ‘উপেক্ষা’ করা হবে না। চলতি মাসের তৃতীয় সপ্তাহে এশিয়া কাপের দল ঘোষণা হওয়ার কথা। যদিও সদ্য সমাপ্তে টেস্ট সিরিজে দুজনেই যেরকম ফর্মে ছিলেন, তাতে নির্বাচকমহল কিছুটা দ্বন্দ্বে ভুগছে। দুজনকেই এশিয়া কাপের দলে দেখা যেতে পারে। ফলে দলকে সাফল্য দিতে বড় দায়িত্ব নিতে হবে তাঁদের। 

কারণ এশিয়া কাপ শেষ হওয়ার পরই আছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। গিল যেহেতু টেস্ট অধিনায়ক এবং ইংল্যান্ডে ৫ টেস্টের পর আরও শেখার সুযোগ রয়েছে, তাই সেখানে তাঁকে দেখা যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা হল, পরপর দুই টুর্নামেন্টে খেললে একেবারেই বিশ্রাম পাবে না গিল। যশস্বীর ক্ষেত্রেও একই বক্তব্য। বোর্ডের এক সূত্র বলছেন, “আপাতত পাঁচ সপ্তাহ ছুটি রয়েছে। টি-টোয়েন্টিতে সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা যেরকম ফর্মে আছেন, তাতে ওদের বাদ দেওয়া মুশকিল। যদিও গিল-যশস্বী ছাড়া সাই সুদর্শনকেও টি-টোয়েন্টিতে সুযোগ দেওয়া যেতে পারে। ১৭জনকে নির্বাচনের ক্ষেত্রে নির্বাচকদের সাবধান থাকতে হবে।”

৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরশাহিতে মূলত দুটি ভেন্যুতে ম্যাচগুলি খেলা হবে। টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে দুটি গ্রুপ রয়েছে। এ গ্রুপে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ হবে দুবাইয়ে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ