সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গৌতম গম্ভীর ভারতের কোচ হওয়ার পর বোলিং কোচ হিসেবে শোনা গিয়েছিল জাহির খানের নাম। কিন্তু জাতীয় দলের পুরনো সতীর্থ নয়, শেষ পর্যন্ত ওই পদে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার মর্নি মর্কেলকে। ঘটনাচক্রে গম্ভীর ও মর্কেল দুজনেই আইপিএলে যুক্ত ছিলেন লখনউ সুপার জায়ান্টসে। এবার সেই দলে নতুন ভূমিকায় আসতে চলেছেন জাহির খান।
গত আইপিএলে কেকেআরের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। নাইটদের চ্যাম্পিয়ন করার পর তিনি জাতীয় দলের কোচ হন। সেই সময় গম্ভীর ব্যাটিং কোচ হিসেবে অভিষেক নায়ার ও বোলিং কোচ হিসেবে বিনয় কুমারের নাম প্রস্তাব করেছিলেন বলে শোনা যায়। অভিষেককে সহকারী হিসেবে পেলেও বিনয় কুমারের বদলে বোর্ড থেকে জাহির খানকে ভাবা হচ্ছিল বলেও জানা যায়। শেষ পর্যন্ত ওই পদের জন্য নির্বাচিত হন মর্নি মর্কেল।
লখনউ সুপার জায়ান্টসে গম্ভীর মেন্টর থাকাকালীন বোলিং কোচ ছিলেন মর্কেল। কিন্তু গত মরশুমের আগে গম্ভীর সরে আসার পর কোনও মেন্টর ছিল না তাঁদের। সূত্রের খবর, সেখানে দেখা যেতে পারে জাহির খানকে। অন্যদিকে বোলিং কোচের পদটিও ফাঁকা এলএসজি-তে। জাহির থাকলে সেই শূন্যস্থানটিও পূরণ করতে পারবেন। এর আগে গুজরাট টাইটান্সেও দেখা গিয়েছে প্রাক্তন বোলার আশিস নেহরাকে মেন্টরের ভূমিকায়।
মেন্টর গম্ভীরের অধীনে দুবার আইপিএলের প্লে অফ খেলেছিল লখনউ। কিন্তু গত মরশুমে সাত নম্বরে শেষ করেছিলেন কেএল রাহুলরা। জাস্টিন ল্যাঙ্গারের কোচিংয়ে পুরনো ছন্দে দেখা যায়নি দলকে। বিভিন্ন বিতর্কও তাড়া করেছে আইপিএলের মধ্যে। ক্রিকেটমহলের ধারণা, জাহির খানকে সামনে রেখে নতুন উদ্যমে লড়াইয়ে নামতে চলেছে লখনউ। সামনেই আইপিএলের মেগা নিলাম। সেখানে তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে বলেও ধারণা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.