Advertisement
Advertisement
Virat Kohli

বিরাটের ‘অবসরের ইচ্ছা’য় গম্ভীরের হাত? বড়সড় দাবি বোর্ডকর্তার

শোনা যাচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই কোহলি টেস্ট থেকে অবসর নিতে চান।

Report uncovers Gautam Gambhir’s thoughts on Virat Kohli’s possible Test retirement
Published by: Subhajit Mandal
  • Posted:May 11, 2025 11:05 am
  • Updated:May 11, 2025 11:05 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। জাতীয় দলের হয়ে যতই দুজনে একসঙ্গে কাজ করুন না কেন, তাঁদের ব্যক্তিগত সম্পর্ক যে খুব একটা মধুর নয়, সেটা কমবেশি সকলেরই জানা। এবার শোনা যাচ্ছে, বিরাট যে টেস্ট থেকে অবসর নিতে চাইছেন, পরোক্ষে সেটার নেপথ্যেও রয়েছে গম্ভীরের হাত। অন্তত এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনটাই দাবি করেছেন বোর্ডের এক কর্তা।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুসারে, কোহলি ইতিমধ্যেই বোর্ডকে অবসর বার্তা জানিয়ে দিয়েছেন। এমনকী, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই কোহলি টেস্ট থেকে অবসর নিতে চান বলে খবর। এই আবহে শোনা যাচ্ছে, কোহলি নাকি অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফির চলাকালীন একাধিকবার সতীর্থদের বারবার মনে করিয়ে দিয়েছিলেন, তাঁর টেস্ট কেরিয়ার খুব শীঘ্র ‘অবসান’ হতে চলেছে। যদিও এও শোনা যাচ্ছে, নেতৃত্ব ফিরে না পাওয়ার হতাশা থেকেই নাকি টেস্টে অবসরের পথে কোহলি। যদিও বিসিসিআই তাঁকে অবসর থেকে বিরত করার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, টেস্টে নেতৃত্ব ফিরে পেতে চেয়েছিলেন বিরাট। কিন্তু কোচ গম্ভীর সেটা চাননি। বোর্ডের এক কর্তা টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, “বিসিসিআই এবার ভবিষ্যতের দিকে তাকাতে চাইছে। অস্থায়ী কোনও সমাধান চাইছে না। কোচ গম্ভীরও এমন ক্রিকেটারকে অধিনায়ক হিসাবে চাইছেন যার সঙ্গে তিনি দীর্ঘদিন কাজ করতে পারবেন।” অর্থাৎ কোচ গম্ভীরই আর বিরাটকে অধিনায়ক হিসাবে চাননি। তিনি চান, তরুণ কাউকে টেস্টে দেশের নেতৃত্বের ব্যাটন তুলে দিতে। যাতে টেস্ট দলে দীর্ঘদিনের জন্য একটা স্থায়িত্ব আসে।

অধিনায়কত্ব না পেয়েই সম্ভবত অভিমানে টেস্ট দল ছাড়তে চাইছেন বিরাট। কারণ, তাঁর মনে হয়েছে টেস্টে ক্রিকেট থেকে আরও কিছু পাওয়ার নেই তাঁর। শোনা যাচ্ছে, ভারতীয় দলের টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে এখন শুভমান গিল। সহ-অধিনায়ক হতে পারেন ঋষভ পন্থ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ