Advertisement
Advertisement
Virat Kohli

বাদ পড়ার ভয় থেকেই অবসর! কোহলিকে ‘বিরাট’ কটাক্ষ প্রাক্তন ইংরেজ ক্রিকেটারের

বিরাটের 'দুর্বলতা'র কথা মনে করিয়ে দিয়েছেন তিনি।

Retirement due to fear of being left out! Former English cricketer takes a 'big' dig at Kohli

ফাইল ছবি

Published by: Prasenjit Dutta
  • Posted:June 1, 2025 10:10 pm
  • Updated:June 1, 2025 10:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ড সিরিজের আগে টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর নিয়েছেন বিরাট কোহলি। কেন তাঁর এমন সিদ্ধান্ত, তা নিয়ে এখনও চর্চা অব্যাহত। আর এই তালিকায় নাম লেখালেন ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মন্টি পানেসর। যদিও তিনি কোহলিকে ‘বিরাট’ কটাক্ষ করতে ছাড়েননি।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে মন্টি বলেন, “আমরা সবাই আশা করেছিলাম বিরাট খেলবে। কিন্তু সবাইকে অবাক করে ও অবসর নিয়ে নিল। ওর হয়তো অফ স্ট্যাম্পের বাইরে দুর্বলতা রয়েছে। এটা নিয়ে হয়তো নির্বাচকরা ওর সঙ্গে কথাও বলেছে। তারা হয়তো বিরাটকে বলেছে, যদি প্রথম দুই টেস্টে ভালো রান না করো, তাহলে পাঁচ টেস্ট খেলার আশা কোরো না। তাই কোহলি হয়তো ভেবেছে তরুণদের সুযোগ করে দেবে।”

তবে ভারতকে হালকাভাবে নিলে ফল ভুগতে হতে পারে ইংল্যান্ডকে। এমনই মনে করছেন পানেসর। বিরাটহীন ভারতীয় দলও যে শক্তিশালী তা মনে করিয়ে প্রাক্তন ইংরেজ তারকা বলেন, “করুণ নায়ারের ফর্মের উপর অনেক কিছু নির্ভর করছে। আপাতত দারুণ ছন্দে রয়েছে ও। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করেছে। তাছাড়া মিডল অর্ডারে শুভমান গিল কেমন খেলে, সেই দিকেও নজর থাকবে। এই ভারতীয় দলের অনেকের কাউন্টি খেলার অভিজ্ঞতাও রয়েছে। ওরা যদি সেই অভিজ্ঞতা সিনিয়র দলের হয়ে কাজে লাগায়, তাহলে এই ভারতীয় দলের সিরিজ জেতার সম্ভাবনা ষোলোআনা।”

উল্লেখ্য, ৬ জুন ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে বেসরকারি টেস্টে নামতে চলেছে ভারতীয় ‘এ’ দল। এরপরেই ২০ জুন থেকে শুরু হবে ভারতের পাঁচ টেস্টের ইংল্যান্ড সিরিজ। প্রথম টেস্ট লিডসে। ২ জুলাই থেকে এজবাস্টনে দ্বিতীয় টেস্ট। লর্ডসে তৃতীয় টেস্ট হবে ১০ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে চতুর্থ টেস্ট ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। শেষ টেস্ট ৩১ জুলাই থেকে, ওভালে। তার আগে কোহলিকে নিয়ে পানেসরের এমন মন্তব্য বিরাট প্রেমীরা কীভাবে নেন, সেটাও দেখার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement