সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে রিচা ঘোষের ৭৭ বলে ৯৪ রানের অনবদ্য ইনিংসও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জেতাতে পারেনি টিম ইন্ডিয়াকে। তবে শেষ পর্যন্ত হেরে গেলেও রিচার ইনিংসের গরিমা এতটুকু কমে না। আজ পর্যন্ত মহিলা বিশ্বকাপে কোনও ভারতীয় উইকেটকিপার-ব্যাটার ৯৪ রান করতে পারেননি। নজির গড়া ইনিংসের পর বঙ্গ ক্রিকেটারের খানিক আফসোস আছে। তবে প্রতিজ্ঞাও নিচ্ছেন, ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চান।
২২ বছর বয়সি ক্রিকেটার বলছেন, “আমি নিজের ব্যাটিং অর্ডার নিয়ে ভাবি না। আমি শুধু চাই সুযোগ পেলেই দলকে জেতাতে। যদি বল আমার নাগালের মধ্যে আসে, তাহলে আমি শট খেলবই। যদি সেটা না পারি, তাহলে রান নিয়ে স্কোরবোর্ডের গতি বজায় রাখতে চাই। কারণ সবাই আমাকে ভরসা করে। সেটা আমাকে বাড়তি আত্মবিশ্বাস দেয়।”
বঙ্গ ক্রিকেটার আরও বলেন, “আমি আলাদা করে কোনও পরিকল্পনা করি না। আমি শুধু সুযোগের অপেক্ষায় থাকি। যে পরিস্থিতিই হোক না কেন, আমি তার সঙ্গে মানিয়ে নিই। সেটাই আমার কাজ। যত ওভারই বাকি থাকুক না কেন, আমি পুরোটা খেলে ম্যাচ শেষ করে আসতে চাই।” দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেটা করেও ম্যাচ জেতাতে পারেননি। সেই জন্য কিছুটা আফসোসও আছে। রিচা বলছেন, “ম্যাচটা হেরে গিয়েছি বলে আক্ষেপ আছে। কিন্তু ক্রিকেটে এই ধরনের ঘটনা ঘটেই। আমরা চেষ্টা করছি সেখান থেকে শিক্ষা নিয়ে উন্নতি করার।”
রিচার ইনিংসে মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে ঝুলন গোস্বামী। মহারাজ যেমন বলছেন, “ব্রিলিয়ান্ট ইনিংস বললেও কম বলা হয়। চাপের পরিস্থিতিতে এ রকম ক্যালকুলেটিভ ইনিংস দেখার মতো।” অন্যদিকে ঝুলের বক্তব্য, “পরিষ্কার বলছি, রিচা চলতি বিশ্বকাপে ভারতের এক্স ফ্যাক্টর। ভারতের বিশ্বকাপ জেতা না জেতা, ওর উপর অনেকটাই নির্ভর করে থাকবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.