সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওভাল টেস্টের দ্বিতীয় দিনে ইংরেজ ব্যাটার বেন ডাকেটকে আউট করার পর কাঁধে হাত দিয়ে ‘বিদায়’ জানান আকাশ দীপ। এই ঘটনায় আইসিসি এখনও পর্যন্ত পদক্ষেপ নেয়নি। তবে ভারতীয় পেসারের কাণ্ডে রীতিমতো অসন্তুষ্ট প্রাক্তন ক্রিকেটাররা। এমনকী রিকি পন্টিং তো বলেই দিলেন, তাঁর সঙ্গে এরকম ঘটনা ঘটলে তিনি ঘুসি চালিয়ে দিতেন।
ডাকেট অবশ্য সেরকম কিছু করেননি। তবে ধারাভাষ্য দেওয়ার সময় পন্টিংকে জিজ্ঞেস করা হয়, “এটা যদি পন্টিংয়ের সঙ্গে হত, তাহলে নিশ্চয় একটা ঘুসি চালিয়ে দিতেন?” উত্তরে পন্টিং বলেন, “সম্ভবত হ্যাঁ।” পন্টিংকে অবশ্য বক্সিংয়ের ভাষায় জিজ্ঞেস করা হয়, ‘রাইট হুক’ করতেন কি না? তিনি আরও বলেন, “আমার প্রথমে মনে হয়েছিল, ওরা হয়তো একসঙ্গে খেলে। এরকম ঘটনা তো রোজ দেখা যায় না। হয়তো পাড়ার মাঠে এরকম ঘটনা দেখা যায়। কিন্তু এই সিরিজ যেরকম উত্তপ্ত, তাতে ডাকেটের থেকে আরেকটু বেশি প্রতিক্রিয়া দেখতে চেয়েছিলাম।”
আকাশ দীপের এই আচরণকে ভালো চোখে দেখছেন না মাইক আর্থারটনও। তিনি বলেন, “ভিভ রিচার্ডসের সঙ্গে এরকম কেউ করতে পারত? আমার কাঁধে কোনও বোলার হাত রাখলে বলতাম, আমার থেকে দূরে থাকো।” রবি শাস্ত্রীও ঠিক একই কথা বলেন। তাঁর বক্তব্য, “কোনও রকম শারীরিক স্পর্শ একেবারে উচিত নয়। ডাকেট হয়তো তখন অন্য কিছু ভাবছিল। একটু রাগী মেজাজের প্লেয়ার হলে পরিস্থিতি এত শান্ত থাকত না। তাছাড়া এই ম্যাচটা লক্ষ লক্ষ মানুষ বিশ্বজুড়ে দেখছে। ম্যাচ রেফারিও পদক্ষেপ নিতে পারে।”
উল্লেখ্য, ওভালে দ্বিতীয় দিন ‘বাজবলে’ ভালো ছন্দেই ছিলেন ডাকেট। কিন্তু আচমকাই স্কুপ মারার চেষ্টা করতে থাকেন। সেই সুযোগ নিতে ভুল করেননি আকাশ দীপ। স্কুপ মারতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন ডাকেট। তবে বাংলার পেসার আগ্রাসী সেলিব্রেশন করেননি। বরং হাসিমুখে ইংরেজ ব্যাটারের কাঁধে গিয়ে হাত রাখেন। কিছু একটা বলেনও তিনি। যদিও কী কথা বলেছেন জানা যায়নি। তবে অনেকের ধারণা, কাঁধে হাত দিয়ে ডাকেটকে ব্যঙ্গই করেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.