Advertisement
Advertisement
Rinku Singh

দ্বিতীয় টি-টোয়েন্টির আগেই ছিটকে গেলেন নীতীশ রেড্ডি-রিঙ্কু সিং! পরিবর্ত কারা?

একের পর এক তারকার চোটে চিন্তায় ভারতীয় শিবির!

Rinku Singh, Nitish Reddy Ruled Out ahead of India vs England match
Published by: Sulaya Singha
  • Posted:January 25, 2025 5:48 pm
  • Updated:January 25, 2025 6:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিপকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামার আগেই ভারতীয় শিবিরে জোড়া দুঃসংবাদ। চোটের জন্য ছিটকে গেলেন নীতীশ রেড্ডি এবং রিঙ্কু সিং। কেকেআরের তারকা ব্যাটার এবং পেসার অলরাউন্ডারের বিকল্প নামও চূড়ান্ত করে ফেলেছে ভারতীয় বোর্ড।

Advertisement

সম্পূর্ণ ম্য়াচ ফিট নন মহম্মদ শামি। যে কারণে ইডেনে প্রথম ম্যাচে তাঁকে খেলানোর ঝুঁকি নেননি গৌতম গম্ভীর। যদিও শনিবার চেন্নাইয়ে নামতে প্রস্তুত বাংলার পেসার। কিন্তু তিনি ফিট হতেই এবার চোটের কবলে নীতীশ ও রিঙ্কু। ভারতীয় দলের তরফে জানানো হয়, পিঠে ব্যথায় কাবু রিঙ্কু। গত ম্যাচেই চোট পেয়েছিলেন। যে কারণে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে খেলতে পারবেন না রিঙ্কু। এদিকে পাঁজরের পাশের পেশিতে চোট নীতীশের। সেই চোট সারিয়ে পুরোপুরি ফিট হতে পারেননি। ফলে সিরিজ থেকেই ছিটকে গেলেন এই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। নীতীশের পরিবর্তে ডাক পেয়েছেন শিবম দুবে। অন্যদিকে রিঙ্কুর বিকল্প হিসেবে দলে জায়গা পেলেন রমনদীপ সিং।

গত বছর শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে সুযোগ পেয়েছিলেন তিনি টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য দুবে। যদিও পরে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে ঠাঁই হয়নি তারকা অলরাউন্ডারের। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রাথমিক দলেও রাখা হয়নি তাঁকে। তবে এবার নীতীশ রেড্ডি চোট পাওয়ায় ভাগ্যের শিকে ছিঁড়ল তাঁর। ২৮ জানুয়ারি রাজকোটে ম্যাচের আগেই দলের যোগ দেবেন তিনি।

সদ্য মুম্বইয়ের হয়ে রনজি ট্রফিতে খেলেছেন দুবে। যদিও জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে দুই ইনিংসেই খাতা খুলতে ব্যর্থ তিনি। ফলে নিজেকে প্রমাণ করার সুযোগ কাজে লাগানোর বড় চ্যালেঞ্জ তাঁর সামনে। অন্যদিকে, শেষবার গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে ছিলেন রমনদীপ। এবার রিঙ্কুর পরিবর্তে ঢুকে পড়লেন দলে।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ