সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগে বাগদান সেরেছেন রিঙ্কু সিং। রবিবার লখনউয়ে বাগদান অনুষ্ঠানের মাধ্যমে প্রিয়া সরোজের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার প্রস্তুতি শুরু নাইট তারকার। তাঁদের বাগদান অনুষ্ঠানে তারকার মেলা। ছিলেন ভারতের ক্রিকেটাররাও। সেখানে ভুবনেশ্বর কুমার যেভাবে নেচে মাত করলেন, তা দেখে মুগ্ধ ক্রিকেটভক্তরা।
লখনউয়ের অনুষ্ঠানে রিঙ্কু আংটি পরিয়ে দিতেই কেঁদে ফেলেন প্রিয়া। সমাজবাদী পার্টির সাংসদের কান্না কিছুতেই বাঁধ মানছিল না। রিঙ্কুও আনন্দে ডগমগ। দুজনে হাত তুলে নিজেদের আংটি দেখান। রিঙ্কু-প্রিয়ার বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এছাড়াও ছিলেন তাঁর স্ত্রী ডিম্পল যাদব এবং জয়া বচ্চন। হাজির ছিলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা-সহ আরও গণ্যমান্য অতিথি।
ক্রিকেটাররাই বা বাদ যান কেন? ভুবনেশ্বর কুমাররাও ছিলেন রিঙ্কুর বাগদান অনুষ্ঠানে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যায়, হিন্দি গানের সঙ্গে নাচছেন প্রিয়া। রিঙ্কু অবশ্য লজ্জাই পাচ্ছিলেন। কিছুতেই তাঁর পা চলছিল না। নেটদুনিয়ার বক্তব্য, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খানের সঙ্গে ‘লুট পুট’-এ নাচতে পারেন, কিন্তু নিজের বিয়েতে নাচতে লজ্জা।
অবশেষে ‘উদ্ধারকর্তা’ হিসেবে এগিয়ে এলেন ভুবনেশ্বর কুমার। নেপথ্যে তখন বাজছে আরেকটি বিখ্যাত বলিউডের গান। সবাই মিলে প্রথমে ভুবিকে নাচের মঞ্চে নিয়ে আসেন। ভারতের ‘সুইং কিং’ লজ্জা পেলেও পরে নাচের ছন্দে পা মেলান। তারপর ডেকে নিয়ে আসেন রিঙ্কুকে। এবার আর লজ্জা নয়। প্রিয়ার সঙ্গে তিনিও নাচে মেতে ওঠেন। যা দেখে নেটিজেনরা বলছেন, ‘ভুবি সুইংয়ে ব্যাটারদের নাচাতেন। এবার রিঙ্কুকেও নাচতে শেখালেন।’
Rinku Singh & Priya Saroj Dance wih swing Master Bhuvneshwar Kumar
— gaurav singh (@gauravsingh078)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.