ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট সারিয়ে কবে ফিরবেন ঋষভ পন্থ? ভারতীয় দলের এই উইকেটরক্ষকের চোট নিয়ে নানান জল্পনা ছিল। কখনও শোনা গিয়েছে, সময়ের আগেই সেরে উঠছেন তিনি। কখনও প্রকাশ্যে এসেছে স্বাভাবিকভাবে তাঁর হাঁটাচলার খবর। তবে, সব কিছু ঠিকঠাক চললে চলতি মাসের শেষ দিকে রনজি ট্রফি খেলতে নেমে পড়বেন ঋষভ পন্থ। যিনি পায়ের পাতার হাড় ভাঙার পর জাতীয় দলের বাইরে।
আসন্ন মরশুমের জন্য রনজি ট্রফির দল ঘোষণা করেছে দিল্লি। ২৫ জনের সেই দলে শেষ মুহূর্তে ঢুকে পড়েছেন ঋষভ পন্থ। জানা গিয়েছে, চোট থেকে সেরে উঠেছেন ভারতীয় দলের এই উইকেটরক্ষক-ব্যাটার। জানা গিয়েছে, দিল্লি দলের অধিনায়কও হতে চলেছেন তিনি। যশ ধুলকে সহ-অধিনায়ক করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের কথা মাথায় রেখে ২৫ অক্টোবর থেকে মাঠে নেমে পড়তে পারেন পন্থ। ওই দিন দ্বিতীয় রনজি ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে হিমাচল প্রদেশের মুখোমুখি হবে দিল্লি। উল্লেখ্য, হায়দরাবাদের বিরুদ্ধে রনজির প্রথম ম্যাচ খেলবে দিল্লি। সেই ম্যাচে অবশ্য পন্থ খেলবেন না। হায়দরাবাদ ম্যাচে দিল্লির নেতৃত্বে আয়ুষ বদোনি।
ইংল্যান্ডে চতুর্থ টেস্টে ক্রিস ওকসের বল রিভার্স সুইপ করতে গিয়ে বড়সড় চোট পেয়েছিলেন তিনি। চোট পুরোপুরি সেরে না ওঠায় এশিয়া কাপ তো বটেই, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পাননি। এমনকী অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের ক্রিকেট সিরিজেও তাঁকে রাখা হয়নি। তবে বেঙ্গালুরুতে ভারতীয় বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে সুস্থ হয়েছেন পন্থ। ভারতীয় দলের উইকেটকিপারের পাখির চোখ এখন দক্ষিণ আফ্রিকা সিরিজ। তার আগে রনজিতে নিজেকে ঝালিয়ে নিতে পারবেন তিনি, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.