Advertisement
Advertisement

Breaking News

Rishabh Pant

লর্ডস টেস্টে আশঙ্কার নাম পন্থ! চোট পেয়ে মাঠ ছাড়লেন ভারতের সহঅধিনায়ক

কিপিং করতে নেমেছেন ধ্রুব জুরেল।

Rishabh Pant left field after getting injured in Lords test
Published by: Anwesha Adhikary
  • Posted:July 10, 2025 7:29 pm
  • Updated:July 10, 2025 9:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লর্ডস টেস্টে চোটের আতঙ্ক। প্রথম দিনের খেলা চলাকালীনই আচমকা মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় ঋষভ পন্থকে। লাঞ্চের পর জশপ্রীত বুমরাহর একটি ডেলিভারি আটকাতে গিয়ে চোট পান তিনি। সঙ্গে সঙ্গে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরিবর্তে কিপিং করতে নেমেছেন ধ্রুব জুরেল।

Advertisement

মধ্যাহ্নভোজের বিরতির পর সাত ওভার খেলা হয়। তারপরেই আচমকা চোট পান পন্থ। ৩৪ তম ওভারের প্রথম বলটি লেগ সাইড ঘেঁষে বেরিয়ে যাচ্ছিল, সেটা থামাতে গিয়েই চোট লাগে ভারতীয় সহঅধিনায়কের। খানিকক্ষণ আগেই হাতে আঙুলে লেগেছিল তাঁর। প্রচুর টেপ লাগিয়ে মাঠে নেমেছিলেন পন্থ। কিন্তু বল আটকাতে গিয়ে ফের সেই আঙুলেই আঘাত লাগে। সঙ্গে সঙ্গে মাঠে এসে চিকিৎসা শুরু করেন ফিজিও। ব্যথা কমানোর ওষুধ স্প্রে করা হয়।

প্রাথমিক শুশ্রুষার পর উইকেটকিপিং শুরু করেন পন্থ। কিন্তু বোঝাই যাচ্ছিল, মোটেই স্বস্তিতে নেই তিনি। পাঁচটি বল খেলার পরেই মাঠ ছেড়ে বেরিয়ে যান পন্থ। বেরনোর সময়েও দেখা যায়, তাঁর মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। পন্থ বেরিয়ে যাওয়ার পর কিপিং করতে নামেন ধ্রুব জুরেল। উল্লেখ্য, দ্বিতীয় সেশনে একটাও উইকেট হারায়নি ইংল্যান্ড। বাজবল ছেড়ে আপাতত ধীরে চলো নীতিতে এগোচ্ছেন জো রুট এবং অলি পোপ। ইংল্যান্ডের স্কোর ১৫৩/২। হাফসেঞ্চুরি করে ফেলেছেন রুট। 

চলতি ইংল্যান্ড সফরে ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন পন্থ। হেডিংলি টেস্টের দুই ইনিংসেই তাঁর ব্যাট থেকে সেঞ্চুরি এসেছিল। এজবাস্টনেও রান পেয়েছিলেন। কিন্তু লর্ডস টেস্টের প্রথম দিনেই আহত হলেন পন্থ। তারপরেই ভারতীয় ক্রিকেটভক্তদের কপালে চিন্তার ভাঁজ। তিনি কি আদৌ ব্যাট করতে নামতে পারবেন লর্ডসে? তবে কিছুক্ষণের মধ্যেই জানা যায়, পন্থের চোট গুরুতর নয়। আঙুলে লাগলেও তা নিয়ে উদ্বেগের কারণ নেই। তবে প্রথম ইনিংসে তিনি আর কিপিং করতে পারবেন কিনা তা এখনও জানা যায়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement